Payment System : ইউরোপ, পশ্চিম এশিয়ার বহু দেশে ভারতের ইউপিআই স্বীকৃত, লেনদেন বাড়ানোর চেষ্টায় কেন্দ্র।

WhatsApp Group Join Now
Google News Follow

Payment System : ২০১৬ সালের ৮ নভেম্বর ভারতীয় অর্থব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। সেই সময় ৫০০ টাকার নতুন নোট বাজারে আসে। ২০০ টাকা এবং ২০০০ টাকার নতুন নোটও ছাপানো হয়। আর এর পর থেকেই বাড়ে ডিজিটাল লেনদেন। কিউআর কোড স্ক্যান করে অথবা নির্দিষ্ট ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) আইডির মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন শুরু হয়। বিভিন্ন দেশে(Payment System) ইউপিআই স্বীকৃত হলেও সে ভাবে লেনদেন এই মাধ্যমে হয় না। ভারত যদিও চাইছে এই লেনদেন বাড়াতে। কিন্তু তেমন ভাবে এখনও সাড়া মেলেনি।

গুগলপে, ফোনপে, পেটিএম প্রভৃতি ইউপিআই অ্যাপের ব্যবহার রমরমিয়ে বাড়তে থাকে।

ডিজিটাল মাধ্যমে টাকার লেনদেন বাড়তে থাকলে ভারতের তরফে ভিম (ভারত ইন্টারফেস ফর মানি) অ্যাপ চালু করা হয়। ভারতে ব্যবহৃত এই অ্যাপগুলি এনপিসিআই (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া) দ্বারা নিয়ন্ত্রিত হয়।

সমীক্ষায় জানা যায়, শুধু মাত্র সেপ্টেম্বরেই ইউপিআইয়ের মাধ্যমে ১১ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে।

তবে, ভারতীয় ইউপিআই এবং রুপে কার্ডের মাধ্যমে শুধু ভারতেই নয়, আরও সাতটি দেশে এর মাধ্যমে টাকাপয়সার লেনদেন করা যায়।

২০২০ সালের গোড়ার দিকে সিঙ্গাপুরে সর্বপ্রথম ভারতীয় ইউপিআই ব্যবস্থা এবং রুপে কার্ডের প্রচলন হয়।

তার ঠিক এক বছর পর ২০২১ সালের জুলাই মাসে ভুটানে চালু হয় ভারতীয় ইউপিআই, রুপে কার্ড এবং ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেনের যাবতীয় পেমেন্ট সিস্টেম।

একই বছর সিঙ্গাপুরেও ভারতীয় ডিজিটাল মাধ্যম এবং রুপে কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন শুরু হয়।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নেপালে এবং একই বছরের এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে এই সিস্টেম চালু হয়।

২০২২ সালের জুন মাসে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে, ফ্রান্সেও ভারতীয় ইউপিআই এবং রুপে কার্ডের মাধ্যমে টাকা লেনদেন শুরু হবে।

সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে ওমান। ওমান বিশ্বের সপ্তম দেশ যেখানে ভারতীয় ইউপিআই এবং রুপে কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করা শুরু হবে।

ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে UPI। কিউআর কোড স্ক্যান অথবা ইউপিআই আইডি বা ফোন নম্বর ব্যবহার করেই এক ক্লিকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়া শুরু হয়। সহজ এবং দ্রুত টাকা ট্রান্সফার হওয়ার এই ব্যবস্থা দিন দিন দেশে জনপ্রিয়তা পেতে শুরু করায় বিপুলসংখ্যক মানুষ ইউপিআই ব্যবহার করতে শুরু করেন।

ইউপিআই ব্যবহারকারীদের জন্য দারুণ একটি সুখবর এসে পৌঁছালো।

PhonePe, GPay সহ UPI আইডি, যা ভারতে ব্যবহৃত হয়, সেই ইউপিআই আইডিকে স্বীকৃতি দিল ইউরোপ এবং এশিয়ার সাতটি দেশ। এই সকল দেশের তালিকায় যেমন রয়েছে পশ্চিমের বিভিন্ন দেশ, ঠিক তেমনি আবার রয়েছে এশিয়ার বিভিন্ন দেশ। ইউরোপ, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমির শাহী, ফ্রান্স, ওমানের(Payment System) মত দেশ।

ভারতীয় ইউপিআইকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি স্বীকৃতি দেওয়া হয়েছে রুপে কার্ডকেও। এই স্বীকৃতি দেওয়ার ফলে ভারত ছাড়াও এই সকল দেশেও ইউপিআই এবং রুপে কার্ড ব্যবহার করে আর্থিক লেনদেন করা যাবে। বিদেশে ভারতের ইউপিআই আইডি এবং রুপে কার্ডের স্বীকৃতি প্রথম দেওয়া হয় ২০২০ সালে সিঙ্গাপুরে।

সিঙ্গাপুরে এই স্বীকৃতি দেওয়ার এক বছরের মধ্যেই স্বীকৃতি মেলে ভুটানে। ২০২২ সালে এই তালিকায় সংযুক্ত হয় নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। পরে আবার আনুষ্ঠানিকভাবে ফ্রান্সেও তা চালু হয়। এই তালিকায় এবার সপ্তম দেশ হিসাবে নাম উঠলো ওমানের।

পরিষেবার শর্তাবলী(Terms of Service)।

PhonePe একটি পেমেন্ট সমাধান যা ইন্টারনেটের সাহায্যে আপনাকে পরিষেবা প্রদান, হোস্টিং পরিষেবা, বজায় রাখা এবং পরিষেবা প্রদান করে পেমেন্ট পরিষেবাকে সহজতর করে এবং সেই অনুয়াযী কাজ করে। PhonePe গ্রাহকদের কাছে PhonePe মোবাইল পেমেন্ট অ্যাপ্লিকেশনের (“PhonePe App”) মাধ্যমে পরিষেবা প্রদান করে,এক্ষেত্রে PhonePe অ্যাপ বিভিন্ন পেমেন্ট সাধনের জন্য একটি আধার হিসাবে কাজ করে, যার মধ্যে ওয়ালেট, ডেবিট/ক্রেডিট কার্ড, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (“UPI”) এবং বাহ্যিক ওয়ালেট (এর পরে যৌথভাবে “পরিষেবাসমূহ” হিসাবে পরিচিত) অন্তর্ভুক্ত হলেও এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। PhonePe, ব্যবসায়ীদের PhonePe সমাধানের মাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মে পণ্য এবং/অথবা পরিষেবার জন্য গ্রাহকদের কাছ থেকে অর্থ ও পরিষেবা পেতে সক্ষম করে নিজেদের পরিষেবা প্রদান করে।

PhonePe, PhonePe অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বা ফোনপেই নেটওয়ার্কের মধ্যে এবং বাইরে কোনও তৃতীয় পক্ষের ব্যবসায়ী অ্যাপ, ওয়েবসাইট, বাস্তবিক স্টোর বা কোনও ব্যক্তি দ্বারা পণ্য ও পরিষেবাগুলির জন্য অনলাইন লেনদেনে PhonePe পেমেন্ট এবং সেবা প্রদানের সুবিধা প্রদান করে।

আরও পড়ুন : GPay, PhonePe, Paytm-এ প্রতারণার জাল বিছিয়েছে প্রতারকরা! সুরক্ষিত থাকতে ব্যাঙ্কের এই পরামর্শ গুলো মেনে চললে ভালো হয়।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles