Pradhan Mantri Matru Vandana Yojona: গর্ভবতী মা ও তাঁর সন্তানকে সুরক্ষিত রাখবে ‘মাতৃ বন্দনা যোজনা’।

WhatsApp Group Join Now
Google News Follow

Pradhan Mantri Matru Vandana Yojona : কেন্দ্র হোক কিংবা রাজ্য সরকার, নারী কল্যানেই নজর দিয়েছে সবাই বারংবার। রাজ্যের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা গোটা দেশের ক্ষেত্রে কেন্দ্র সরকারের মাতৃ বন্দনা যোজনা ,এই প্রকল্প গুলির ক্ষেত্রে মহিলাদের আর্থ সামাজিক উন্নতিই প্রধান লক্ষ্য। শিক্ষা থেকে স্বাস্থ্য সাড়া দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার হাতে নিয়েছে একাধিক জনমুখি প্রকল্প।

Click here for Official Website : https://wcd.nic.in/

Click Here for More Details : https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana

জেনে নেওয়া যাক এই প্রকল্পের খুঁটিনাটি তথ্য। 

১. কেন্দ্র সরকার দ্বারা চালু হওয়া এই প্রকল্প টিকে মাতৃ বন্দনা যোজনার পাশাপাশি গর্ভাবস্থা যোজনাও বলা হয়।

২. এই প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েরা কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে এককালীন 6000 টাকা সহায়তা পান।

৩. এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অনলাইনে আবেদন করতে হবে।

৪. আবেদনকারিণী  মহিলাকে অবশ্যই  ভারতীয় নাগরিক হতে হবে।

৫. গর্ভবতী মায়ের নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে।

Frequently Asked Questions-PMMVY : https://wcd.nic.in/sites/default/files/FAQ%202019-20.pdf 

. আবেদনের সময় ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য এবং ওই মহিলার স্বামীর আঁধার কার্ডের প্রমান পত্র জমা করতে হবে। 

. এই প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েদের পুষ্টি প্রদানে আর্থিক ভাবে সহায়তা করা হয়।

Training Module for PMMVY : https://wcd.nic.in/sites/default/files/Training%20Module_v4.4%20%2023102017.pdf

. মূলত গর্ভবতী মায়েদের বছরে চারটি কিস্তিতে প্রথমে 1000/- ,2000/-, 1000/- এবং 2000/- মিলিয়ে মোট 6000 টাকা প্রদান করা হয়। 

. এক্ষেত্রে প্রথমবার গর্ভবতী মায়েরা সরকারি অথবা বেসরকারি হাসপাতালে প্রসব করালেই এই আর্থিক সহায়তা পাবেন। 

১০. তবে সরকারি চাকুরীজীবী মহিলারা এই প্রকল্পে আবেদনের যোগ্য নন। 

১১. প্রকল্প টি মূলত প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বলেই বেশ পরিচিত। 

মাতৃ বন্দনা যোজনার উদ্দেশ্য :

  • যে সমস্ত মহিলারা কাজ করেন, গর্ভবতী হওয়ার সময়ে খুব স্বাভাবিক ভাবেই তাঁরা আর কাজ করতে পারেন না। তাই তাঁদের আর্থিক সাহায্য করা হয়। টাকার সংস্থান থাকলে তাঁরা বিশ্রাম নিতে পারেন এবং ভাল মানের পুষ্টিকর খাবারের জন্য চিন্তা করতে হয় না।
  • গর্ভবতী মহিলা এবং সদ্যোজাত সন্তানের মা… উভয়েরই স্বাস্থ্য ভালো থাকার জন্য আর্থিক সাহায্য দেওয়াই হল এই যোজনার উদ্দেশ্য।

মাতৃ বন্দনা যোজনার জন্য আবেদন করতে পারবেন কারা?

  • মাতৃ বন্দনা যোজনায় দেশের সকল রাজ্যের গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন।
  • গর্ভবতী মহিলাদের পাশাপাশি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন, এ রকম নতুন মায়েরাও আবেদন করতে পারবেন এই খাতে।
  • মাতৃ বন্দনা যোজনা শুধু মাত্র প্রথম বার গর্ভবতী হলেই নেওয়া যাবে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
  • পরিবারের আর্থিক অবস্থা যা-ই হোক না কেন, এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় সকলেই আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অর্থ উপার্জন করার কোনও ন্যূনতম নিয়ম বেঁধে দেয়নি কেন্দ্র সরকার।
  • গর্ভবতী মহিলা এবং সদ্যোজাত সন্তানের মায়েরা সরাসরি নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। কারণ কেন্দ্রীয় সরকারের তরফে টাকা সেখানেই জমা পড়বে।

মাতৃ বন্দনা যোজনার প্রধান তথ্য :

  • মাতৃ বন্দনা যোজনা গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যের চিকিৎসার জন্য তাঁদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে।
  • মাতৃ বন্দনা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন দুটি যোজনা মিলে প্রথম বার গর্ভবতী হওয়া গ্রামীণ মহিলাদের অ্যাকাউন্টে ৬৪০০/- টাকা এবং শহরের প্রথমবার গর্ভবতী হওয়া মহিলাদের অ্যাকাউন্টে ৬০০০/- টাকা দেওয়া হয়।
  • মাতৃ বন্দনা যোজনার অন্তর্গত গর্ভবতী হওয়া মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ১০০০ টাকা গর্ভবতী হবার ১৫০ দিনের ভেতর, দ্বিতীয় কিস্তিতে ২০০০/- টাকা ১৮০ দিনের ভেতরে, তৃতীয় কিস্তিতে ২০০০/- টাকা ডেলিভারি হবার পর এবং শিশুর প্রথম টিকাকরণ হবার পর টাকা দেওয়া হবে। এই ভাবে কিস্তিতে সকল টাকা দেওয়া হয়ে থাকে।
  • এই যোজনার দ্বারা সাহায্য নিতে গেলে কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গর্ভবতী মহিলার আধার নাম্বার এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর জমা করতে হবে।
  • মাতৃ বন্দনা যোজনার কাজ কেমন হচ্ছে, তা স্বয়ং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী খেয়াল রাখেন।

আরও পড়ুন : Pradhan Mantri Jan Dhan Yojana : জনগনকে জনধন যোজনায় প্রতিমাসে 3000/- টাকা দিচ্ছে সরকার, কিভাবে পাবেন, জেনে নিন।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles