Railway RPF Recruitment 2023 : মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৯০০০ টি !

WhatsApp Group Join Now
Google News Follow

Railway RPF Recruitment 2023 : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড  কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে বেশ কিছু পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ব্যক্তি পারবেন এই চাকরির জন্য আবেদন করতে।  ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পদের নাম(Name of the Post) : 

পদের নাম Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
Railway Protection Force ৯০০০টি
Total ৯০০০টি

 

বয়স সীমা(Age Limit): বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি ৫ বছর এবং আপনি যদি OBC শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন।

Post Age Limit
RPF Constable Minimum Age- 18 years Maximum Age- 25 years

 

নিয়োগ প্রক্রিয়া(Recruitment Procedure) : প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন(Salary): প্রার্থীদের মাসিক ২৬,০০০ থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া(Application Procedure) :

  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
  • আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হব।
  • আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
  • প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।
  • আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।
  • সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র(Required Documents) :

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • বয়সের প্রমাণপত্র।
  • বাসস্থানের প্রমাণপত্র।
  • পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)।

আবেদন মুল্য(Application Fees) : আপনাকে ৫০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ২৫০টাকা আবেদন মূল্য দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে।

Click here for Official Website : https://rpf.indianrailways.gov.in/RPF/

RPF Recruitment Exam Pattern 2023 :

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) পাটিগণিত, যুক্তি এবং সাধারণ সচেতনতার প্রশ্ন নিয়ে গঠিত। পরীক্ষার জন্য বরাদ্দ মোট নম্বর হল 120 ​​এবং সময়কাল 90 মিনিট।
Subjects Total No. of Questions Total Marks
Arithmetic 35 35
General Intelligence & Reasoning 35 35
General Awareness 50 50
Total 120 120
RPF Constable Vacancy 2023 : Imp Links :
RPF Recruitment Notification PDF (soon) Notification Soon
RPF Constable Recruitment Apply Online https://rpf.indianrailways.gov.in/RPF/
RPF Constable Vacancy Official Website https://rpf.indianrailways.gov.in/RPF/

 

আরও পড়ুন : Railway Recruitment 2023 : ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles