Contents
SBI New Rules 2022 : SBI (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) (SBI New Rules 2022) গ্রাহকদের জন্য নিয়েছে সুবর্ণ সুযোগ। বদল হয়েছে ব্যাংকের বিভিন্ন নিয়মে। যদি আপনার কিংবা আপনার পরিবারের কারোর SBI (এসবিআই) অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে মেনে চলতে হবে এই নিয়ম গুলি।শুধু তাই নয় টাকা জমা দেওয়ার সময়ও এই নতুন নিয়ম মানতে হবে। না হলে বন্ধ হতে পারে একাউন্ট।
SBI(স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) নতুন নিয়ম সমন্ধে জেনে নেওয়া যাক।
SBI(স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) গ্রাহকদের টাকা জমা করার সময় গ্রীন কার্ড ব্যবহার করতে হবে। টাকা
জমা দিতে হলে আপনার নিকটতম ব্রাঞ্চে গিয়ে আজই করে নিন এই গ্রীনকার্ড।
Click Her For Apply State Bank of India Green Card
ক্রেডিট এবং ডেবিট কার্ডের মতনই কি মান্যতা পাবে গ্রীন কার্ড?
মাত্র কুড়ি টাকা চার্জ দিয়ে এই কার্ড বানালে SBI (এস বি আই) এর কর্মচারীরা খুব সহজে গ্রাহকদের টাকা
জমা নিতে পারবেন এবং গ্রাহকের (SBI New Rules 2022) সম্পূর্ণ তথ্য তাদের সামনে চলে আসবে।
এসবিআই তরফে জানানো হয়েছে এবার থেকে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মতনই SBI (স্টেট ব্যাঙ্ক অফ
ইন্ডিয়ার) গ্রীনকার্ড মান্যতা পাবে।
কি এই গ্রীন কার্ড ?
SBI(স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) গ্রীন রেমিট কার্ড হল পিন ছাড়াই একটি সাধারণ ম্যাগস্ট্রাইপ ভিত্তিক
কার্ড৷ মনোনীত সুবিধাভোগীর এসবিআই অ্যাকাউন্টে নগদ (INR) জমা দেওয়ার জন্য কার্ড ব্যবহার করা
যেতে পারে। সমস্ত গ্রীন চ্যানেল কাউন্টার শাখা এবং ক্যাশ ডিপোজিট মেশিনে কার্ড গ্রহণ করা হয়। আমানত
শুধুমাত্র নগদ উপায় দ্বারা করা যেতে পারে.
আপনার কাছে যদি SBI(স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) এর গ্রীন কার্ড না থাকে তাহলে কি আপনি টাকা জমা দিতে পারবেন না?
যদি আপনার কাছে এস বি আই গ্রীনকার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে এস বি আই এর নিকটতম এটিএম
ডিপোজিটে গিয়ে ডেবিট কার্ডের (SBI New Rules 2022) মাধ্যমে টাকা জমাও দিতে পারবেন।
আরও পড়ুন : State Bank Recruitment 2022। স্টেট ব্যাংকে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ।