SJVN Limited Apprentice Recruitment : জলবিদ্যুৎ নিগমে নিয়োগ ! ১১ দিনের মধ্যে আবেদন করতে হবে |

WhatsApp Group Join Now
Google News Follow

SJVN Limited Apprentice Recruitment : কেন্দ্রীয় সরকারের অন্তর্গত একটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা  সতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড (SJVN Limited Apprentice Recruitment) থেকে ইতিমধ্যে প্রচুর সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারী প্রার্থীদের গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।

একদম বিনামুল্যে প্রশিক্ষণ(SJVN Limited Apprentice Recruitment) দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ডও দেওয়া হবে। রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নোটিশ নম্বর(Notice No.) :  108/2022

আবেদনের মাধ্যম(Way of Application) :  অনলাইনের মাধ্যমে ।

গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ

19.12.2022
আবেদন শুরু

19.12.2022

আবেদন শেষ

08.01.2023

 

  1. পদের নাম(Name of the Post) : গ্র্যাজুয়েট আ্যপ্রেন্টিস ।

স্টাইপেন্ড(Monthly Stipend) :  প্রতিমাসে 10000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনলজি বিষয়ে ফুল টাইম ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে।

Human Resource এর ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 02 বছরের ফুলটাইম এমবিএ সহ স্নাতক সঙ্গে UGC দ্বারা স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় এইচআর স্পেশালাইজেশন।

Finance & Accounts এর ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 02 বছরের ফুলটাইম এমবিএ সহ স্নাতক সঙ্গে UGC দ্বারা স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় ফিনান্সে বিশেষীকরণ।

মোট শূন্যপদ(Number of Vacancy) : 175 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে(All trades to be employed):

  • Mechanical
  • Electronics & Communication
  • Electrical
  • Civil
  • Architecture
  • Instrumentation
  • Env. Pollution & Control
  • Applied Geology
  • Information Technology
  • Human Resource
  • Finance & Accounts

2. পদের নাম(Name of the Post) : টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস।

স্টাইপেন্ড(Monthly Stipend) :   প্রতিমাসে 8000/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনলজি বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy) : 100 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে(All trades to be employed):

  • Mechanical
  • Electrical
  • Civil
  • Architecture
  • Information Technology

3. পদের নাম(Name of the Post) : টেকনিশিয়ান ITI আ্যপ্রেন্টিস (Technician ITI Apprentices)

স্টাইপেন্ড(Monthly Stipend) : এই পদের জন্য প্রতিমাসে 7000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):  স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy): 125 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে(All trades to be employed):

  • Electrician
  • Office Assistant
  • Fitter
  • Mechanic
  • Information Technology

বয়সসীমা(Age Limit) : আবেদনকারি প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের  ও OBC প্রার্থীদের জন্য  3  বছরের  বয়সের ছাড় দেওয়া হবে।

প্রশিক্ষণের সময়সীমা(Training period) : সমস্ত পদের ক্ষেত্রে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।

নিয়োগের পদ্ধতি(Recruitment Procedure) : এখানে কোনোরকম ইন্টারভিউ নেওয়া হবে না, আবেদনকারি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি(Application Procedure): সমস্ত প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হল-

(1) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট sjvn.nic.in এ প্রবেশ করতে হবে।

Click here for Register Yourself : https://recruitment.sjvn.co.in/webdynpro/resources/demo.sap.com/selfregsjvn/SelfRegApp#

(2) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে  রেজিষ্ট্রেশন অপসনে ক্লিক করে নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

(3) রেজিষ্ট্রেশনের পরে নির্দিষ্ট আইডি ও পাশওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

Click here if you already registered : https://recruitment.sjvn.co.in/ErecruitLogin/Login.jsp

(4) তারপরে নির্দিস্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পুরন করতে হবে।

(5) এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আরও পড়ুন :  Para Legal Volunteers Recruitment : উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles