Skill India Mission Recruitment 2023 : স্কিল ইন্ডিয়া মিশনের তরফে কর্মী নিয়োগ ! যোগ্যতা মাধ্যমিক।

WhatsApp Group Join Now
Google News Follow

Skill India Mission Recruitment 2023 :  স্কিল ইন্ডিয়া মিশন এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অসংখ্য শূন্যপদে হচ্ছে নিয়োগ। মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।

Click here for Official Notification: https://yantraindia.co.in/career/10_YIL_Career_Document_2023-02-22.pdf

পদের নাম(Name of the Post) : প্রাথমিকভাবে প্রার্থীদের  ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে।

শূন্যপদ সংখ্যা(Number of Vacancy) : 5395 টি শূন্যপদে রয়েছে। ITI ক্ষেত্রে 3505 টি শূন্যপদ এবং Non ITI ক্ষেত্রে 1887 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : Non ITI পদের ক্ষেত্রে কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে 50% নম্বর সহ। সঙ্গে বিজ্ঞান বিভাগের ওপর 40% নম্বর থাকতে হবে।

ITI ক্ষেত্রে আবেদন জানাতে গেলে মাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকা দরকার।

বয়সসীমা(Age Limit) : প্রার্থীর বয়স হতে হবে 15-24 বছর বয়সের মধ্যে।SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি(Application Procedure):

  • প্রথমে আপনাকে অফিসিয়াল অনলাইন আবেদন লিঙ্ক তথা https://www.yantraindia.co.in/ তে ভিজিট করতে হবে।

Click here for Official Website : https://www.yantraindia.co.in/

  • Career অপশন সিলেক্ট করে সেখানে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
  • নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
  • ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে দিন।
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদন ফি(Application Fees) : জেনারেল এবং OBC প্রার্থীদের আবেদন করার জন্য 200/- টাকা দিতে হবে। SC/ST/PWD ও মহিলা প্রার্থীদের 100/- টাকা আবেদন ফি দিতে হবে।

স্টাইপেন্ড(Stipend) : ট্রেনিং চলাকালীন ITI বিভাগের কর্মীদের ট্রেনিং চলাকালীন 7,000/- টাকা এবং Non ITI বিভাগের কর্মীদের 6,000/ টাকা করে দেওয়া হবে।

আবেদনের সময়সীমা(Last Date of Application) : 28/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন  : MTS Recruitment 2023 : ১৩৫ শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ ! মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles