Smartphone Charging Cost: রোজ বাড়িতে ফোন চার্জ দিতে কত বিদ্যুত্ খরচ হয়, জানেন?

WhatsApp Group Join Now
Google News Follow

Smartphone Charging Cost: বাড়িতে রোজ ফোন চার্জ দিতে আপনার কত টাকা খরচ হতে পারে! জেনে নিন।

স্মার্টফোন এখন অনেকের কাছেই অপরিহার্য হয়ে উঠেছে। একটা দিনও স্মার্টফোন না হলে চলবে না! আর স্মার্টফোনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল, ব্যাটারি।

স্মার্টফোনে ক্ষমতাশালী ব্যাটারি হলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না। কম শক্তিশালী ব্যাটারি হলে বারবার চার্জ দিতে হয়। বাড়িতে চার্জ দিলে কত বিদ্যুত্ খরচ হয়, তা নিয়ে অনেকেরই ধারণা নেই।

অনেকেই হয়তো জানেন না, বিদ্যুৎ খরচের ব্যাপারটি আসলে নির্ভর করে অ্যাডাপ্টারের উপর। Lawrence Berkeley Lab এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৩ থেকে ৭ ওয়াটের মধ্যে কোনও চার্জিং অ্যাডপ্টার দিয়ে চার্হজ দেওয়া হলে ২ ঘণ্টা চার্জ দিতে .০০৬ থেকে ..০১৪ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে।

রোজ একটি ফোন ২ ঘণ্টা করে চার্জ দিলে সারা বছরে মোট ২ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ যদি আট টাকা করে প্রতি ইউনিটের দাম ধরেন তা হলে প্রতি বছর ১৬ থেকে ৪০ টাকা খরচ হতে পারে।

এই হিসেব কিন্তু একটি ফোন চার্জিং-এর জন্য। একাধিক ফোনে চার্জ দিলে খরচ বেশি হবে। আবার সারা রাত চার্জ দিলে ২ থেকে ৪ ওয়াট বিদ্যুত্ বেশি করচ হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles