TATA Scholarship 2023 : TATA Scholarship 2023 জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে? আবেদন করার যোগ্যতা কি? কত টাকা করে স্কলারশিপ পাবে? সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
টাটা স্কলারশিপ কি?
টাটা স্কলারশিপ প্রোগ্রাম ভারতবর্ষের সবথেকে বিশ্বস্ত টাটা গ্রুপের তরফ থেকে দেওয়া হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে এই বৃত্তির ঘোষণা করা হয়েছে। যেখান থেকে ছাত্রছাত্রীরা বছরে 10 হাজার থেকে 12 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে।
বিষয় | তথ্য |
---|---|
বৃত্তির নাম | টাটা ক্যাপিটাল স্কলারশিপ |
বৃত্তির ধরন | প্রাইভেট স্কলারশিপ |
সংস্থা | টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপ |
যোগ্য কোর্স | ক্লাস 11-12, UG কলেজ পড়ুয়া, ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা |
মার্কস প্রয়োজন | আগের পরীক্ষায় ৬০% বা সমতুল্য গ্রেড |
আবেদন মোড | অনলাইন পোর্টালে |
বৃত্তির পরিমাণ | ১০০০০-১২০০০ টাকা পর্যন্ত |
অনলাইন আবেদন শেষ তারিখ | ১৫ই নভেম্বর ২০২৩ |
কারা পাবে টাটা ক্যাপিটাল স্কলারশিপ ?
ক্লাস ইলেভেন, টুয়েলভ, আন্ডারগ্রাজুয়েট এবং ডিপ্লোমা করা ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
আবেদন যোগ্যতা : টাটা স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship) এ আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন –
- শিক্ষার্থীকে এবং তার পরিবারকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
- ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয়ের 4 লাখ টাকার বেশি হওয়া চলবে না।
- ছাত্র-ছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় 60 শতাংশের বেশি নম্বর পেতে হবে।
- আবেদনকারী ছাত্রছাত্রীকে কোন গভর্মেন্ট বা প্রাইভেট স্কুল, কলেজ বা সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
টাটা স্কলারশিপ পরিমাণ :
ক্লাস বা কোর্স | স্কলারশিপের পরিমাণ |
মাধ্যমিক পাশ একাদশ এবং দ্বাদশ শ্রেণী | ১০০০০ টাকা |
সাধারণ কলেজ পড়ুয়া ও ডিপ্লোমা ছাত্র ছাত্রীরা | ১২০০০ টাকা |
আবেদন পদ্ধতি – TATA Scholarship এ আবেদন পদ্ধতি নিচে স্টেপ টু স্টেপ আলোচনা করা হলো।
স্টেপ 1: টাটা স্কলারশিপ এর আবেদন করার জন্য আপনাকে প্রথমেই buddy4study র অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
Click here for Official Website : https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme?ref=https://www.wbguider.com/tata-pankh-scholarship-2023/
স্টেপ 2: হোমপেজে প্রবেশ করার পর আপনি আপনার বৈধ মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে নিজের প্রোফাইল বানান।
Click here to Make a Profile : https://www.buddy4study.com/register?url=%2Fpage%2Fthe-tata-capital-pankh-scholarship-programme&&cuid=page/the-tata-capital-pankh-scholarship-programme
স্টেপ 3: সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আপনি কোর্স অনুযায়ী ক্যাটাগরির নির্বাচন করুন।
স্টেপ 4: তারপর ‘Apply Now’ বটনে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করুন।
স্টেপ 5: আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে আপলোড করুন। এইএক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন তা এই নিবন্ধের নিচে দিয়ে দেওয়া হলো।
স্টেপ 6: এই সমস্ত কাজগুলো হয়ে গেলে আবেদন পত্রটিকে রিচেক করে ফাইনাল সাবমিশন করুন।
যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন –
- বাৎসরিক আয়ের প্রমাণপত্র,
- ব্যাংক একাউন্ট ডিটেলস,
- পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট,
- রঙিন পাসপোর্ট সাইজ ফটো,
- ফটো আইডেন্টিটি প্রুফ,
- কাস্ট সার্টিফিকেট,
- কলেজ ফী বা টিউশন ফী র প্রমাণ পত্র।
গুরুত্বপূর্ণ তারিখ – TATA Pankh Scholarship 2023 এর আবেদন ইতিমধ্যেই শুরু। আগামী 15/11/2023 পর্যন্ত এই স্কলারশিপের অনলাইন আবেদন করা যাবে।
আরও পড়ুন : Private Scholarship in West Bengal : প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে !!!আবেদন করুন!!!