Contents
Tata WB Scholarship: সাধারণ মানের ছাত্র- ছাত্রী অর্থাৎ পড়ুয়াদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড তো ছিলই। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের গণ্ডি পার হওয়া সাধারণ মানের ছাত্র- ছাত্রীরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা তো পাচ্ছেনই এবার আরও এক ধাপ এগিয়ে মাত্র কয়েক মাস আগেই রাজ্যের দুস্ত ও মেধাবী ছাত্র- ছাত্রীদের পড়াশোনার খরচ জোগানের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর চালু করেছে ঐক্যশ্রী স্কলারশিপ (WB Aikyashree scholarship)।
সরকারের সাথে সাথে বেসরকারি সংস্থা গুলো যদি এগিয়ে আসে তাহলে মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হতে পারেন। এই কথা মাথায় রেখে টাটা গ্রুপ ও দিতে চলেছে স্টুডেন্টদের স্কলারশিপ।
টাটা গ্রুপের তরফ থেকে স্কলারশিপ স্টুডেন্টদের জন্য।
টাটা গ্রুপ ও দিতে চলেছে স্টুডেন্টদের স্কলারশিপ । ৬০% নম্বর পেলেই স্কলারশিপ (Tata WB Scholarship) পেতে পারো।
আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীরা মেধাবী হলেও অর্থের অভাবে শিক্ষা গ্রহণ করতে পারেন না। সে ক্ষেত্রে কোনো সংস্থা, সরকার বা প্রতিষ্ঠানের তরফে সেই সমস্ত মেধাবী ছাত্র- ছাত্রীদের যদি আর্থিকভাবে সহায়তা করা যায়, তাহলে তার মধ্যে থেকে অনেকেই অনেক পড়ুয়াই উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হতে পারেন।
সেই দিকে লক্ষ্য রেখেই পড়ুয়াদের জন্য স্কলারশিপ (Tata WB Scholarship) এর ব্যবস্থা করেছে টাটা গ্রুপ (Tata Group) ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক স্তরে পড়াশুনা করছেন সেরকম সমস্ত ছাত্রছাত্রীরা টাটা গ্রুপের এই স্কলারশিপ (Tata WB Scholarship) এর সহায়তা পেতে পারেন।
স্কলারশিপ এর নাম: টাটা গ্রুপের এই স্কলারশিপের নাম দি টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (The Tata Capital Pankh Scholarship)
Overview of TATA Capital Pankh Scholarship 2022-23
Scholarship Name | TATA Capital Pankh Scholarship 2022-23 |
Scholarship Type | Private Scholarship |
Authority | TATA Capital Limited |
Application Mode | Online Form Fill Up |
Eligibility | Class 6 to 12, UG College Student |
Scholarship Amount | Up to Rs 50000 |
Last date for Application Form Submit | 31st August, 2022 |
Scholarship Helpline | 011-430-92248 pankh@buddy4study.com |
স্কলারশিপের সুযোগটা কারা পাবে।
বিশেষ করে সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন বা ষষ্ঠ শ্রেণী পাশ থেকে উচ্চ মাধ্যমিক পাস অথবা স্নাতক পাস করেছেন তাদের উদ্দেশ্যেই নতুন করে এই প্রকল্প চালু করা হয়েছে। তবে এখানে আবেদন করার সময় বিশেষভাবে মাথায় রাখতে হবে এখানে আবেদন করতে হলে বাৎসরিক আয় দেখাতে হবে চার লক্ষ টাকার কম।
The Tata Capital Pankh Scholarship- এর তিনটি ভাগ রয়েছে।
- প্রথমে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত পড়ুয়ারা টাটা গ্রুপের এই স্কলারশিপের আর্থিক সুবিধা পাবেন।
- দ্বিতীয়ত BA, BSc, BCom, BBA, Diploma, Polytechnic কোর্সে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপ পেতে পারেন।
- তৃতীয়ত, দেশের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Medical, Engineering এবং Law কোর্সে পাঠরত পড়ুয়ারা দ্য টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ এর আর্থিক সহায়তা পাবেন।
কত টাকা পাওয়া যাবে এই স্কলারশিপে?
- সাধারণত যে কোর্সে পড়ুয়ারা পড়াশোনা করছেন, তার 80 শতাংশ টিউশন ফি দেওয়া হচ্ছে এই স্কলারশিপ এর মাধ্যমে।
- ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন যে সমস্ত পড়ুয়ারা তারা সর্বোচ্চ 12000 টাকা পর্যন্ত স্কলারশিপ (Tata WB Scholarship) পাবেন।
- BA, BSc, BCom, BBA, Diploma, Polytechnic ইত্যাদি কোর্সে পড়াশোনা করছেন তারা সর্বোচ্চ 20 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন।
- Medical, Engineering, Law এই সমস্ত করছে যে সমস্ত পড়ুয়ারা পড়াশুনা করছেন, তারা সর্বোচ্চ 50 হাজার টাকা অবধি স্কলারশিপ পেতে পারেন।
Scholarship Amount Chart for Tata Pankh Scholarship 2022-23
Course | Scholarship Amount |
School Students: Class 6 to 12 | Rs 12000 |
General Undergraduate Course: BA, BSc, BCom | Rs 20000 |
Professional Undergraduate Courses: Engineering, Medical, Law, Pharmacy and Nursing | Rs 50000 |
টাটার এই স্কলারশিপ পেতে গেলে কি কি প্রয়োজন।
- অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীকে ।
- যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে ভারতবর্ষের ।
- আবেদনকারীকে 60 শতাংশ নম্বর রাখতে হবে।
- পরিবারের বার্ষিক আয় 4 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
- ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
- টাটা কোম্পানির কর্মী এবং Buddy4Study-র কর্মীরা টাটার এই স্কলারশিপ এর জন্য আবেদন
করতে পারবেন না।
প্রয়োজনীয় ডকুমেন্ট টাটার এই স্কলারশিপ পেতে গেলে।
আবেদন করতে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর প্রয়োজন সেগুলো হলো-
1.মাধ্যমিকের এডমিট কার্ড
2.উচ্চ মাধ্যমিক পাস মার্কশিট ও সার্টিফিকেট
3.পাসপোর্ট সাইজের ফটোকপি
4.ইনকাম সার্টিফিকেট
5.স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
6.ব্যাংকের পাস বই
7.কালার ফটোকপি
আবেদনের শেষ তারিখ।
অনলাইনে আবেদনপক্ষে শুরু হয়ে গিয়েছে এবং সরাসরি অনলাইনে আবেদন চলবে 31 আগস্ট 2022 তারিখ
পর্যন্ত।
আরও পড়ুন : স্বামী বিবেকানন্দ স্কলারশিপের Renewal এর পদ্ধতিতে আনা হলো বিশেষ পরিবর্তন,কিভাবে করবেন এখুনি জেনে নিন ।