SBI Online – SBI এর গ্রাহকেরা এই ব্যাঙ্কিং পরিষেবা পাবেন বাড়িতে বসেই, ফোনের মাধ্যমে।

Join Our WhatsApp Group For New Update

Contents

SBI Online : SBI তার গ্রাহকদের ফোনের মাধ্যমে অফার করছে পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা। এই ব্যাঙ্কিং পরিষেবাগুলি পাওয়া জন্য SBI(এসবিআই )গ্রাহকদের আর যেতে হবে না নিকটস্থ শাখায়। এবার থেকে এই পরিষেবাগুলি পাওয়া যাবে 24×7 টোল- ফ্রি নম্বরগুলিতে কল করার মাধ্যমে।

কিভাবে মিলবে এই ব্যাঙ্কিং পরিষেবা?

সুন্দর ভবিষ্যত ও জরুরি পরিস্থিতির মোকাবিলায় ব্যাঙ্কিং পরিষেবা সর্বদাই রয়েছে সাধারণ মানুষের জন্য (SBI Online)। এতদিন নয়া ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষকে নানান সুবিধা পাইয়ে দিয়েছে দেশের অন্যতম রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক। এবার আর এক নয়া সুবিধা নিয়ে এলো SBI(এসবিআই )। আগে অ্যাকাউন্ট থেকে টাকা জালিয়াতি নিয়েও একাধিকবার সাবধান করা হয়েছে SBI ব্যাঙ্কের তরফে। এমনকি QR Code স্ক্যান নিয়েও ট্যুইট বা ভিডিও প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। এবার সাধারণ মানুষের সুরক্ষা ও সুবিধার্থে আরো একধাপ এগোনো হল। দেওয়া হল বিশেষ সুবিধা (SBI Online)।SBI Online

SBI গ্রাহকদের ফোনের মাধ্যমে অফার করা পাঁচটি গুরুত্বপূর্ণ পরিষেবা

  • অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা (Call – 09223766666) এবং শেষ পাঁচটি লেনদেনের তথ্য। (Call – 9223866666)
  • এটিএম কার্ড ব্লক করা।
  • চেক বইয়ের অবস্থা পর্যালোচনা করা।
  • ই-মেইলের মাধ্যমে পাওয়া যাবে TDS বিবরণ এবং ডিপোজিট সুদের শংসাপত্র।
  • পুরানো এটিএম কার্ড ব্লক করার পরে নতুন এটিএম কার্ডের জন্য অনুরোধ করা।

কি সেই সুবিধা?

অতিমারীর আবহেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর তরফ থেকে চালু করা হয়েছিল ডোরস্টেপ ব্যাঙ্কিং
এর সুবিধা। গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে KYC রেজিস্ট্রেশন থাকলেই মিলবে এই সুবিধা। এই পরিষেবার মাধ্যমে বাড়িতেই ব্যাঙ্কিং সংক্রান্ত সকল কাজ সারা যাবে। তবে বাড়ি থেকে ব্যাঙ্ক এর হোম ব্রাঞ্চের দূরত্ব ৫ কিমি ব্যাসার্ধের মধ্যে থাকতে হবে (SBI Online) ।

কোন কোন সুবিধা মিলবে।

ব্যাঙ্কের এই দুয়ারে পরিষেবার ফলে ক্যাশ পিক আপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, চেক স্লিপ পিকআপ,
ফর্ম পিকআপ, ড্রাফট ডেলিভারি, টার্ম ডিপোজিট অ্যাডভাইস ডেলিভারি, লাইফ সার্টিফিকেট পিকআপের মতো একাধিক পরিষেবা মিলবে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে।  । তাও আবার বাড়িতে বসেই (SBI Online)।

পরিষেবা কতবার মিলবে।

মাসে মোট ৩ বার মিলবে পরিষেবা। দেবে SBI । টুইটারে একটি অ্যানিমেটেড ভিডিয়ো পোস্ট করে SBI ব্যাঙ্ক-
এর তরফে এই পরিষেবা সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে।

পরিষেবা গুলো কিভাবে পাওয়া যাবে।

ব্যাঙ্কের টোল ফ্রি নম্বরগুলিতে কল করে এই পরিষেবার জন্য রেজিস্ট্রার করতে পারেন। 18001037188 বা
18001213721 টোল ফ্রি নম্বরে ফোন করে এই রোজস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারেন।

পরিষেবার সুবিধা কারা পাবেন?

সকল ব্যাঙ্ক গ্রাহকেরা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র প্রবীণ নাগরিক, শারীরিক অক্ষম, সার্টিফায়েড ক্রনিক রোগে আক্রান্ত, দৃষ্টিহীনদের জন্য এই পরিষেবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে।

ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল।

প্যান(PAN Card) এবং আধার(Aadhar Card) লিঙ্ক করতেই হবে যে কোন ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে।

প্যান-আধার লিঙ্ক সময়মতো না হলে বাতিল হয়ে যাবে আপনার মূল্যবান প্যান কার্ড ৷  এসবিআই(SBI)-এর
নোটিসে বলা হয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক৷ না হলে আপনার অ্যাকাউন্টে থাকা টাকা আপনি প্রয়োজন যেমন তুলতে পারবেন না ৷ তেমনই আবার কোনও সরকারি যোজনার সুবিধা পাবেন না। পাশাপাশি মিলবে না সাবসিডিও ৷ ২০১৭ সালে  প্রথমবার সরকারের পক্ষ থেকে আধার ও প্যান লিঙ্ক করার ডেডলাইন ঠিক করা হয়েছিল তারপর থেকে একাধিক বার আধার প্যান লিঙ্ক করার ডেডলাইন বাড়ানো হয়েছে ৷
যে কোনও ধরনের আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক ৷

আরও পড়ুন :  Banking Services – নিয়ম বদল 4 ব্যাংকের, না মানলে দিতে হবে ফাইন।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles