Contents
UCIL Recruitment 2025 : ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (UCIL) আইটিআই পাশ চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের এই নিয়োগে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে এবং শিক্ষানবিশ হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ মিলবে। এখানে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের জন্য আকর্ষণীয় স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন পদে নিয়োগ হওয়ার পাশাপাশি নির্দিষ্ট যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ সংখ্যা, বেতন, আবেদন প্রক্রিয়া ও নিয়োগের সমস্ত বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। সুযোগ কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকারি নিয়োগে যুক্ত হওয়ার এটাই সময়!
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1C6CzLDvEadiOSHFPtKrP-4wPC-KfBIzl/view?usp=sharing
ইউরেনিয়াম কর্পোরেশনে নিয়োগ
➤ নিয়োগ পদের তালিকা : UCIL মোট ৮টি দপ্তরের বিভিন্ন পদের জন্য শিক্ষানবিশ নিয়োগ করবে।
➤ পদের তালিকা :
- ফিটার।
- ওয়েল্ডার।
- প্লাম্বার।
- মেশিনিস্ট।
- মেকানিক।
- কার্পেন্টার।
➤ যোগ্যতার প্রয়োজনীয়তা :
✔ জাতীয়তা : আবেদনকারী ভারতীয় নাগরিক হতে হবে।
✔ শিক্ষাগত যোগ্যতা :
- মাধ্যমিক পাস (স্বীকৃত বোর্ড থেকে)।
- ITI কোর্স সম্পন্ন (ন্যাশনাল ভোকেশনাল প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে)।
✔ বয়স সীমা :
- ১৮-২৫ বছর (৩১/০১/২০২৫ তারিখ অনুসারে)।
- সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
- ✔ অযোগ্যতার মানদণ্ড : বর্তমানে যারা অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ নিচ্ছেন, তারা আবেদন করতে পারবেন না।
➤ শূন্যপদ সংখ্যা :
- মোট ২২৮টি ভ্যাকেন্সি।
➤ মাসিক বেতন :
- ১৯৯২ সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী ভালো স্টাইপেন্ড প্রদান।
➤ নিয়োগ পদ্ধতি :
✔ মাধ্যমিক এবং ITI-এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ।
➤ আবেদন পদ্ধতি :
🔗 ওয়েবসাইট: https://apprenticeshipindia.gov.in/
✔ প্রয়োজনীয় ধাপসমূহ :
- ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- ইমেইল আইডি-তে কনফারমেশন মেল পাবেন।
- কনফারমেশন মেল যাচাই করে অ্যাকাউন্টে লগইন করুন।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
✅ দ্রুত আবেদন করে সুযোগটি কাজে লাগান!
এই বিষয়ে আরও বিশদে জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে (বিজ্ঞপ্তি নম্বর 01 / 2025) প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন এবং তারপরে নিজের দায়িত্বে আবেদন জানাবেন।