Contents
UPI Transaction Limit : ইউপিআই ট্রানজাকশন (UPI Transaction Limit) নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার ডিসকাশন পেপার চালু করেছে। নিজস্ব ডিজিটাল পেমেন্ট সিস্টেম UPI চালু হওয়ার পর থেকেই খুব সুবিধা হয়েছে। কারণ খুব দ্রুত পেমেন্ট সেটেল হয়ে যায়। তার উপরে এটিতে কোনো চার্জ লাগে না।তার বদলে উল্টে ক্যাশ ব্যাক পাচ্ছেন ? সেইসব দিনের কথা ভুলে যান। এবার ক্যাশব্যাক তো দূরের কথা উল্টে এই অ্যাপ ব্যাবহারে টাকা লাগবে।
তবে, আরবিআই-এর গৃহীত সিদ্ধান্তের ফলে, আগামী দিনে UPI লেনদেনের সীমা চার্জ করা হতে পারে। এই পেমেন্ট সিস্টেমের উন্নয়নের জন্য RBI পেমেন্ট সেটেলমেন্টের প্রস্তুতি শুরু করেছে। আলোচনা পত্র অনুসারে, যারা UPI ব্যবহার করছেন তারা দ্রুত পরিষেবা পাচ্ছেন। তাই চার্জ দিলে পরিকাঠামো বাড়ানো যাবে।
আরবিআই (RBI) এর তরফে কারণ হিসেবে কি দেখানো হচ্ছে।
আরবিআই(RBI)আলোচনা পত্রে বলা হয়েছে, আরবিআই যদি ডেবিট কার্ড পেমেন্ট সিস্টেম, আরটিজিএস-এর
জন্য চার্জ নেয়, তবে এটি একটি ভিন্ন বিষয় হবে। UPI থেকে যদি ফ্রী Transaction করা যায়, তাহলে
ব্যাংকের একই ধরনের সার্ভিসের প্রতি আকর্ষণ কমবে।
আরবিআই (RBI) আরও বলেছে যে পেমেন্ট সিস্টেমের সাথে কোনও অর্থনৈতিক কার্যকলাপ (ইউপিআই
লেনদেনের সীমা) বিনামূল্যে পরিষেবাতে হওয়া উচিত নয়। এটি সবার সুবিধার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই
প্রযুক্তির জন্য ব্যাঙ্ক এবং BHIM কর্মকর্তাদের একটি ভারী মূল্য দিতে হয়েছে, এটি ফিরিয়ে নেওয়ার সময়
এসেছে।
চার্জ নেওয়ার পিছনে RBI এর যুক্তি।
এই কারণে সিস্টেমে অতিরিক্ত খরচ হয়। RBI আরো জানায়, পেমেন্ট সিস্টেমের (UPI Transaction Limit)
সঙ্গে কোনো Economic Activity Free Service- এ হওয়া উচিত নয়। এটি সকলের সুবিধার জন্যই ব্যবহার
করা হয়, কিন্তু এই টেকনোলজিতে ব্যাংক ও BHIM কতৃপক্ষের প্রচুর খরচ বহন করতে হয়, তা এখন তোলার
সময় এসেছে।
(RBI) আরও জানিয়েছে, ব্যাংকগুলিতে UPI, digital payment, RTGS- এর জন্য বৃহৎ পরিমাণে লগ্নি করা
হয়েছে এবং এটি চালানোর জন্যও প্রচুর খরচ (UPI Transaction Limit) হয়। তাই ডিজিটাল পেমেন্ট এর জন্য এবার থেকে চার্জ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কারন এতে গ্রাহক এবং গ্রহিতা উভয়েরই লাভ হবে।
RTGS এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে যদি চার্জ দিতে হয় তাহলে এখানে কেন চার্জ দিতে হবে না ?
RTGS সাধারণত বিপুল অর্থের লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি একটি প্রক্রিয়া, যেটি ব্যাঙ্ক
এবং বড় আর্থিক প্রতিষ্ঠানগুলি ব্যবহার করে থাকে। এই পরিষেবা দিতে বর্তমানে বিনিয়োগ করতে হচ্ছে
মোটা অঙ্কের টাকা। তাছাড়া লাগছে বিপুল পরিমাণ অর্থ।
Click here for More Information About RTGS
RBI এর বক্তব্য, যদি এই পরিষেবার উপর চার্জ নেওয়ার ব্যবস্থা করা হয়, তা কেন্দ্রীয় ব্যাঙ্কের আয়ের উৎস হিসেবে দেখা ঠিক নয়। তাই এই লেনদেনে কেন চার্জ নেওয়া হবে না, সে নিয়েও RBI প্রশ্ন করেছে(UPI Transaction Limit)।
IMPS(ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস) এর মাধ্যমে টাকা পেমেন্টের ক্ষেত্রে রীতিমতো চার্জ দিতে হয়।
IMPS প্রক্রিয়ার মাধ্যমে UPI -এর মতো টাকা ট্রান্সফার করা যায়। তবে বিনামূল্যে নয়। এই পরিষেবা পেতে
গ্রাহককে রীতিমতো চার্জ দিতে হয়(UPI Transaction Limit)।