বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড়দের মধ্যে অন্যতম বিরাট কোহলি (Virat Kohli) অন্যতম । তাঁর কাছে এমন কিছু দামী জিনিস আছে যেগুলির নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই যেমন কোহলি বেন্টলে ফ্লাইং স্পার গাড়ির মালিক। এই গাড়ির দাম ৩.৯৭ কোটি টাকা।
- মুম্বইয়ের ওরলিতএ একটি আলিশান ফ্ল্য়াটের মালিক বিরাট কোহলি (Virat Kohli) । ৭১৭১ স্কোয়্যার ফিট-এর এই ফ্ল্যাট কোহলি কিনেছিলেন ২০১৬ সালে। ৩৫তম ফ্লোরে এই ফ্ল্যাটটির দাম ৩৪ কোটি টাকা।
- হরিয়ানার গুরুগ্রামে বিরাট কোহলির একটি বাংলো রয়েছে। সেটির দাম প্রায় ৮০ কোটি টাকা।
- বার্ষিক প্রায় ১৯৬ কোটি টাকা উপার্জন করেন কোহলি। তাঁর একটি প্রাইভেট জেট পর্যন্ত রয়েছে। সেটির দাম ১২৫ কোটি টাকা।
- গাড়ির প্রতি কোহলির প্রবল টান। তিনি একটি বেন্টলে কন্টিনেন্টাল গাড়ির মালিক। চার থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের এই গাড়িটি কোহলি ২০১৮ সালে কিনেছিলেন।
- Louis Vuitton Zippy XL-এর একটি ওয়ালেট ব্যবহার করেন কোহলি। সেই ওয়ালেট-এর দাম প্রায় ৮২ হাজার টাকা।