Visva Bharati Recruitment 2023 : বিশ্বভারতীতে 700-র বেশি শূন্যপদে নিয়োগ, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন?

WhatsApp Group Join Now
Google News Follow

Visva Bharati Recruitment 2023 : বিশ্বভারতীর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমটিএস(MTS), লোয়ার ডিভিশন ক্লার্ক(LDC), লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট(Library Attended), ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট(Laboratory Attendant), জুনিয়র ইঞ্জিনিয়ার(JE), সেকশন অফিসার(SE), স্টেনোগ্রাফার(Stenographer) সহ মোট ৭০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বিভিন্ন প্রশাসনিক, শিক্ষা কর্মী, লাইব্রেরিয়ানের পদে নিয়োগ করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীদের বিশ্বভারতীর ওয়েবসাইট vbharatirec.nta.ac.in-তে আবেদন করতে হবে।

Click here for Official Notification : https://vbharatirec.nta.ac.in/downloads/Advt%20No.1-2023.pdf

শূন্যপদের বিবরণ(Details of Vacancy) : 

  • রেজিস্ট্রার: 1
  • ফাইন্যান্স অফিসার: 1
  • লাইব্রেরিয়ান: 1
  • ডেপুটি রেজিস্ট্রার : 1
  • ইন্টারনাল অডিট অফিসার: 1
  • অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান: 6
  • অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার: 2
  • সেকশন অফিসার: 4
  • অ্যাসিসট্যান্ট/ সিনিয়র অ্যাসিসট্যান্ট: 5
  • উচ্চ বিভাগ ক্লার্ক/অফিস অ্যাসিসট্যান্ট: 29
  • লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র অফিস অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট: 99
  • মাল্টি টাস্কিং স্টাফ: 405
  • পেশাগত অ্যাসিসট্যান্ট: 5
  • ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: 45
  • সহকারী ইঞ্জিনিয়ার: 2
  • জুনিয়র ইঞ্জিনিয়ার: 10
  • প্রাইভেট সেক্রেটারি: 7
  • ব্যক্তিগত অ্যাসিসট্যান্ট: 8
  • স্টেনোগ্রাফার: 2
  • সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট: 2
  • টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট: 17
  • সিকিউরিটি ইনস্পেকটর : 1
  • সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট: 1
  • সিস্টেম প্রোগ্রামার : 3

বেতন(Salary) : পদ অনুযায়ী নিযুক্তদের মাসিক বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে নিযুক্তদের 5,200 থেকে 20,200 টাকা থেকে 37,400-67,000 টাকা বেতনক্রমে মাসিক বেতন নির্ধারিত হবে।

বয়সসীমা(Age Limit) : রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার, লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 57 বছরের মধ্যে। অন্যদিকে, বাকি অন্যান্য পদের জন্য প্রার্থীদের 32 থেকে 50 বছরের মধ্যে বয়স হত হবে।

নির্বাচন প্রক্রিয়া(Selection Process) : বিভিন্ন পদের জন্য নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষায় পত্র I এবং II নিয়ে গঠিত। এরপর সাক্ষাৎকার নেওয়া হবে। লিখিত পরীক্ষার ওয়েটেজ হবে ৭০ শতাংশ এবং ইন্টারভিউয়ের ওয়েটেজ হবে ৩০ শতাংশ।

Click here for Examination Syllabus : https://vbharatirec.nta.ac.in/downloads/Syllabus.pdf

কীভাবে আবেদন করবেন(How to Apply)?

  • প্রথমেই বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট vbharatirec.nta.ac.in– এ ক্লিক করতে হবে।

Click here for 1st Time Registration : https://vbharatirec.nta.ac.in/Visva_Live/Regvisvastep1.aspx?skey=638176776463045847

  • এরপরে হোমপেজে ‘বিশ্বভারতী রিক্রুটমেন্ট টেস্ট-২০২৩ অনলাইন রেজিস্ট্রেশন’ – এ ক্লিক করুন।
  • এবার নিজের নান রেজিস্টার করুন এবং আবেদনপত্র পূরণ করতে হবে।
  • এবার প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন এবং আবেদন ফি জমা দিন।
  • পরবর্তী সময়ে সুবিধার জন্য আবেদন ফি-র একটি প্রিন্ট আউট করে নিন।

Click here If Already Registered : https://vbharatirec.nta.ac.in/Visva_Live/UserLogin.aspx?skey=638176776941328968

Information at a Glance : https://vbharatirec.nta.ac.in/downloads/Information%20at%20A%20Glance%20(2).pdf

আবেদন ফি(Application Fees) : গ্রুপ এ- পদগুলি (অ্যাকাডেমিক লেভেল)- এ আবেদনের জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ২ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি-উপজাতির আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

গ্রুপ সি পদে যারা আবেদন করতে চান, সেক্ষেত্রে জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ৯০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। জনজাতি-উপজাতি শ্রেণির আবেদনকারীদের ২২৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : আবেদনের শেষ তারিখ ১৬ মে, ২০২৩ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : SAIL Recruitment 2023 : ITI পাশে চাকরির সুযোগ ! দেখুন কিভাবে করবেন আবেদন !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles