WB Bank Recruitment : রাজ্যের জেলা জেলা থেকে ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি ব্যাংকে খুবই নূন্যতম যোগ্যতা গ্রুপ সি লেভেলের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আরও জানানো হয়েছে, ছেলে ও মেয়ে উভয় এই পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবে।
নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল।
Click here for Official Notification : https://www.webcsc.org/doc/0405ImpData.pdf
শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল(Vacancy and its details are discussed ) :-
- লোয়ার ডিভিশন ক্লার্ক(Lower Division Clark) :
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমার্সে গ্রেজুয়েট পাশ এবং সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের বয়স নূন্যতম হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : 26,605 টাকা
- অ্যাসিস্টেন্ট ( Grade III)[Assistant(Grade III)]:
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ এবং সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের বয়স নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে । এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : 29, 544 টাকা
- ফিল্ড সুপারভাইজার বা অফিস অ্যাসিস্টেন্ট(Field Supervisor or Office Assistant) :
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমার্সে গ্রেজুয়েট পাশ এবং সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের বয়স নূন্যতম হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : 26,971 টাকা
- অফিস অ্যাসিস্টেন্ট, মার্কেটিং প্রকিউমেন্ট, টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট:
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমার্সে গ্রেজুয়েট পাশ এবং সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের বয়স নূন্যতম হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : 26,605 টাকা
- ক্লার্ক(Clark):
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমার্সে গ্রেজুয়েট পাশ এবং সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের বয়স নূন্যতম হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : 25,760 টাকা
- জেনেরেল সুপারভাইজার(General Supervisor):
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমার্সে গ্রেজুয়েট পাশ এবং সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের বয়স নূন্যতম হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : 16,400 টাকা
আবেদন পদ্ধতি(How to Apply): আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এক্ষেত্রে অনলাইনে ফর্ম জমা করতে হবে।
- প্রথমে WB Co-operative Bank এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
Click here for Official Website : https://registration.webcsc.org/
Click here for Registration : https://registration.webcsc.org/Login
For Fill Up the Form Click here:
For Advertisement No. 05-2021 : https://registration.webcsc.org/Registration/Index/MTAwMQ%3d%3d
For Advertisement No. 04-2021 : https://registration.webcsc.org/Registration/Index/MTAwMg%3d%3d
2. এরপর রেজিষ্ট্রেশন করতে হবে এবং রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
3. সম্পূর্ণ ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে।
4. এরপর ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া(How to Recruit): লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার তারিখ অন্যান্য ডিটেইলস অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হবে এবং পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ(Last Date of Application): 11/11/2022 তারিখের পূর্বে আবেদন পত্র জমা করতে পারবে।