WB Finance Department – পুজোর আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মী ও শিক্ষকদের জন্য সুখবর দিলো নবান্ন।

Join Our WhatsApp Group For New Update

Contents

টানা পাঁচ দিন ছুটি রাজ্য সরকারের কর্মচারীদের।

সরকারি কর্মচারীদের জন্যও ফের সুখবর (WB Finance Department)। বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। এবার ছুটির ঘোষণা করল রাজ্য সরকার।

কোন কোন দিন ছুটি থাকবে রাজ্য সরকারের কর্মচারীদের।

আগামী সপ্তাহে ৪ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা (WB Finance Department)। আগামী ১১
আগস্ট রাজ্য সরকারি এবং রাজ্য সরকার অধিগৃহীত সমস্ত দফতর রাখি বন্ধন উপলক্ষে বন্ধ থাকবে৷ এছাড়াও সমস্ত পুরসভা এবং কর্পোরেশন, রাজ্য সরকারের অধীনস্ত সমস্ত স্কুল, কলেজও ছুটি থাকবে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী৷

এক নজরে দেখিনি রাজ্য সরকারের টানা পাঁচ দিনের ছুটির কারণ।

১৩ আগস্ট ও ১৪ অগাস্ট শনি ও রবিবার৷ ১৫ আগস্ট (সোমবার) স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি থাকবে৷
শুধুমাত্র ১২ আগস্ট আগামী সপ্তাহে মাঝে খোলা থাকবে। মাসে এই দিনটিও কোন কারণে ছুটি নিলে পাওয়া যাবে টানা পাঁচ দিন ছুটি। যদিও রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে ১১ আগস্ট ছুটির উল্লেখ ছিল না৷ গত বছরও রাজ্য রাখী বন্ধনে ছুটি ঘোষণা করেনি৷ তবে এ বার সিদ্ধান্ত বদল করা হয়েছে। (WB Finance Department)

টানা পাঁচ দিনের ছুটি ওয়েস্ট বেঙ্গলে সরকারি কর্মচারীদের।

রাখি পূর্ণিমা উপলক্ষে ১১ই আগস্ট অলরেডি সরকার ছুটি ঘোষণা করেছে আগেই। শুক্রবার অর্থ দফতরের
তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখি পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্য সরকারি অফিস, স্থানীয় অফিস, পুরসভা, রাজ্য সরকারের অধীনস্থ সকল সংস্থা, আদালত এবং সমস্ত স্কুল, কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ (WB Employees) থাকবে।

Click Here for Official Notification

রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে পূর্ব নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ১২ই আগস্ট, ২০২২, শুক্রবার ছুটি হিসেবে উল্লেখ করা আছে। এখন এটাই দেখার যে, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলি কি তাহলে এই উপলক্ষ্যে ২ দিন ছুটি থাকবে কিনা? শিক্ষা দপ্তর থেকে কোনও নোটিশ দেয় কিনা সেটার ওপরই সবার নজর।

রাখি পূর্ণিমা উপলক্ষে তো ১১ই আগস্ট ছুটি ঘোষণা করেছে সরকার আগেই ১২ তারিখ ছুটি যদি নেওয়া হয়
এবং ১৩ ও ১৪ আগস্ট শনিবার এবং রবিবার এবং ১৫ ১৫ ওই আগস্ট হচ্ছে সোমবার। তাহলে টানা 5 দিনের ছুটি পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের সরকারি কর্মচারীরা

আরো পড়ুন : Commonwealth Games 2022 : সোনার ছেলে!কমনওয়েলথ গেমসে টানা দু’বার স্বর্ণপদক কুস্তিগিরের(ভারতীয়)।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles