WB HS Examination : উচ্চমাধ্যমিক পরীক্ষার পাল্টে যাচ্ছে নিয়ম !

WhatsApp Group Join Now
Google News Follow

WB HS Examination : উচ্চমাধ্যমিক পরীক্ষার পাল্টে যাচ্ছে নিয়ম! কি কি নিয়ম পাল্টাচ্ছে? দেখে নেওয়া যাক।

Click here for More Details of HS Examination 2023: https://wbchse.nic.in/html/index.html

  • মাধ্যমিকের পর শিক্ষাজীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা হলো উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam)। এবার এই উচ্চমাধ্যমিক পরীক্ষাতেই আনা হচ্ছে বড়ো পরিবর্তন। রাজ্যের শিক্ষাব্যবস্থায় আনা হচ্ছে একাধিক পরিবর্তন। এই পরিবর্তন কেন্দ্রের নীতির সাথে সামঞ্জস্য রাখার জন্য আনা হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Guideline regarding Practical Examination of H.S Examination 2023(English): https://wbchse.nic.in/notification/note09112022_1.pdf 

  • দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেই আগামী শিক্ষাবর্ষ থেকে এই সেমিস্টার ব্যবস্থা প্রযোজ্য করা হতে পারে। একাদশ শ্রেণির ক্ষেত্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই সেমিস্টার পদ্ধতির পরীক্ষা চালু হবে।
  • শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে, আমারা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছি যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষায সেমিস্টার পদ্ধতিতে করা যায়। সিবিএসই বা দেশের অন্যান্য বোর্ডেও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে  আমরা এই পথে হাঁটছি।’

Guideline regarding Practical Examination of H.S Examination 2023(Bengali): https://wbchse.nic.in/notification/note09112022.pdf

  • সমগ্র বিষয়টি এখনও পর্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে বলেও জানিয়েছে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এখন শুধু রাজ্য সরকারের অনুমোদন পাওয়ার অপেক্ষা। তারপরই এই নিয়ম কার্যকর করা হবে।
  • ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে করা হলে অনেক সময় সমস্যা তৈরি হয়। অনেক ছাত্র-ছাত্রীদের নানান রকম অসুবিধা থাকে। সেক্ষেত্রে বছরে দু’টি পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের মূল্যায়ন এবং পঠনপাঠনের গুণগত মান আরও উন্নত হবে।

আরও পড়ুন :  WB HS Exam 2023: আগামী বছর উচ্চ মাধ্যমিকে কবে কী পরীক্ষা? নতুন রুটিন প্রকাশ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles