WB Library Assistant & Group D Recruitment। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি স্টাফ ও গ্রুপ ডি নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

WB Library Assistant, Group D Recruitment :
রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচুর নন টিচিং স্টাফ নিয়োগ (WB University Non-Teaching Staff Recruitment)। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ বা জুনিয়র এসিস্ট্যান্ট, লাইব্রেরীয়ান কিংবা গ্রুপ ডি(WB Library Assistant, Group D Recruitment )পদে আবেদন করতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন।

কোন কোন শূন্যপদে নিয়োগ করা হবে।

  1. জুনিয়র লাইব্রেরি এসিস্ট্যান্ট
  2. টেকনিক্যাল এসিস্ট্যান্ট
  3. জুনিয়র এসিস্ট্যান্ট
  4. পিয়ন

মোট শূন্য পদের সংখ্যা।

120 টি শূন্যপদে নিয়োগ করা হবে।  শূন্যপদ গুলি বিভিন্ন Category অনুযায়ী ভাগ করা হয়েছে ।

বিভিন্ন পদ ও শিক্ষাগত যোগ্যতা :

  1. জুনিয়র লাইব্রেরি এসিস্ট্যান্ট : শূণ্যপদ- 23 টি

শিক্ষাগত যোগ্যতা:- ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করতে হবে লাইব্রেরি সায়েন্স এ। এছাড়াও উচ্চ যোগ্যতা,    কম্পিউটার সর্টিফিকেট বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
মাসিক বেতন:- 35,800-92,100 টাকা

2. টেকনিক্যাল এসিস্ট্যান্ট: শূণ্যপদ- 4 টি

শিক্ষাগত যোগ্যতা:- ইন্জিনিয়ারিং এ ডিগ্রি / ডিপ্লোমা / বিসিএ/বিএসসি প্রভৃতি যে কোনো একটি পাশ করতে হবে। এছাড়াও 1 বছরের কাজের অভিজ্ঞতা ও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
মাসিক বেতন:- 35,800-92,100 টাকা 

3. জুনিয়র এসিস্ট্যান্ট : শূণ্যপদ-78 টি

শিক্ষাগত যোগ্যতা:-প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও গ্রেজুয়েট পাশ, কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান সহ বিভিন্ন ভাষায় কথোপকথন দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
মাসিক বেতন : 18,500 থেকে 47,500 টাকা 
4. পিয়ন: শূণ্যপদ-15 টি

শিক্ষাগত যোগ্যতা:- : কমপক্ষে অষ্টম পাশ করতে হবে সঙ্গে ইংরেজিতে লেখা ও পড়া জানলে বা একই ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
মাসিক বেতন : 18,500 থেকে 47,500 টাকা

বয়সসীমা (Age Limit):

প্রার্থীর কমপক্ষে বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর এছাড়াও এসসি, এসটি
ও ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

কী কী ডকুমেন্টস সাথে রাখতে হবে আবেদন করতে?

  1. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
  2. জন্ম সার্টিফিকেট(Birth Certificate)
  3. পাসপোর্ট সাইজের ছবি
  4. সাদা কাগজে নিজের সই

নিয়োগ প্রকিয়া(Recruitment Process):

আবেদনকারীদের শর্ট লিস্ট তৈরি করে সরাসরি ইন্টারভিউ এ ডেকে নেওয়া হবে।

Read Official Notice: Click Here

Online Application: Click Here

আরও পড়ুন : WB Group -D & Group -C New Requirement 2022: রাজ্যে ৪২ হাজার শূন্য পদে নিয়োগ | কারা কারা আবেদন করতে পারবেন | শিক্ষাগত যোগ্যতা | আবেদন পদ্ধতি |সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নেওয়া যাক

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles