Contents
WB Library Assistant, Group D Recruitment :
রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচুর নন টিচিং স্টাফ নিয়োগ (WB University Non-Teaching Staff Recruitment)। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ বা জুনিয়র এসিস্ট্যান্ট, লাইব্রেরীয়ান কিংবা গ্রুপ ডি(WB Library Assistant, Group D Recruitment )পদে আবেদন করতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন।
কোন কোন শূন্যপদে নিয়োগ করা হবে।
- জুনিয়র লাইব্রেরি এসিস্ট্যান্ট
- টেকনিক্যাল এসিস্ট্যান্ট
- জুনিয়র এসিস্ট্যান্ট
- পিয়ন
মোট শূন্য পদের সংখ্যা।
120 টি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদ গুলি বিভিন্ন Category অনুযায়ী ভাগ করা হয়েছে ।
বিভিন্ন পদ ও শিক্ষাগত যোগ্যতা :
- জুনিয়র লাইব্রেরি এসিস্ট্যান্ট : শূণ্যপদ- 23 টি
শিক্ষাগত যোগ্যতা:- ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করতে হবে লাইব্রেরি সায়েন্স এ। এছাড়াও উচ্চ যোগ্যতা, কম্পিউটার সর্টিফিকেট বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
মাসিক বেতন:- 35,800-92,100 টাকা
2. টেকনিক্যাল এসিস্ট্যান্ট: শূণ্যপদ- 4 টি
শিক্ষাগত যোগ্যতা:- ইন্জিনিয়ারিং এ ডিগ্রি / ডিপ্লোমা / বিসিএ/বিএসসি প্রভৃতি যে কোনো একটি পাশ করতে হবে। এছাড়াও 1 বছরের কাজের অভিজ্ঞতা ও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
মাসিক বেতন:- 35,800-92,100 টাকা
3. জুনিয়র এসিস্ট্যান্ট : শূণ্যপদ-78 টি
শিক্ষাগত যোগ্যতা:-প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও গ্রেজুয়েট পাশ, কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান সহ বিভিন্ন ভাষায় কথোপকথন দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
মাসিক বেতন : 18,500 থেকে 47,500 টাকা
4. পিয়ন: শূণ্যপদ-15 টি
শিক্ষাগত যোগ্যতা:- : কমপক্ষে অষ্টম পাশ করতে হবে সঙ্গে ইংরেজিতে লেখা ও পড়া জানলে বা একই ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
মাসিক বেতন : 18,500 থেকে 47,500 টাকা
বয়সসীমা (Age Limit):
প্রার্থীর কমপক্ষে বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর এছাড়াও এসসি, এসটি
ও ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
কী কী ডকুমেন্টস সাথে রাখতে হবে আবেদন করতে?
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
- জন্ম সার্টিফিকেট(Birth Certificate)
- পাসপোর্ট সাইজের ছবি
- সাদা কাগজে নিজের সই
নিয়োগ প্রকিয়া(Recruitment Process):
আবেদনকারীদের শর্ট লিস্ট তৈরি করে সরাসরি ইন্টারভিউ এ ডেকে নেওয়া হবে।
Read Official Notice: Click Here
Online Application: Click Here