Pragati Scholarship : স্কুল, কলেজ ও ITI পড়ুয়ারা প্রগতি স্কলারশিপে আবেদন করলেই মিলবে নগদ তিরিশ হাজার টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Pragati Scholarship :- উচ্চশিক্ষার প্রসারে এসেছে প্রগতি বৃত্তি । পড়াশোনায় আর্থিকভাবে সাহায্য করার জন্য সারা দেশে অনেক বৃত্তি রয়েছে। এর নতুন সংযোজন হল প্রগতি বৃত্তি। একাধিকবার আবেদন করেও অনেক শিক্ষার্থী বৃত্তি পায়নি। তারা এই নতুন বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। কারণ এই বৃত্তির কথা অনেকেই জানেন না।

এই প্রগতি স্কলারশিপের মূল উদ্দেশ্য নারীদের শিক্ষার জন্য উৎসাহিত করা। শিক্ষাজীবনে আর্থিক সমস্যা যেন না আসে সে চিন্তা থেকেই প্রগতি বৃত্তি চালু করা হয়েছে। নবম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

মূলত মহিলাদের শিক্ষালাভের জন্য উৎসাহ প্রদান করাই এই Pragati Scholarship দেওয়ার প্রধান লক্ষ্য। আর্থিক সমস্যা যাতে শিক্ষালাভের পথে বাধা হয়ে না দাঁড়ায় সেই ভাবনা থেকেই প্রগতি স্কলারশিপ দেওয়া শুরু হয়েছে। নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতকস্তর পর্যন্ত পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়।

Pragati Scholarship এর যোগ্যতা (Pragati Scholarship Its merits):-

  • মহিলা পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • ছাত্রীকে নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতকস্তর অবধি যেকোনো কোর্সে পাঠরত হতে হবে।
  • পরীক্ষায় নূন্যতম ৬০% শতাংশ নম্বর পেতে হবে। তবে আইটিআইয়ের ছাত্রীদের দশম শ্রেণীতে ৩৫% নম্বর পেলেও চলবে।
  • পরিবারের মোট বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • স্কলারশিপ প্রদানকারী সংস্থা অর্থাৎ, United Breweries Limited -এর কর্মীদের পরিবারের কোনো সদস্য এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন : Vidyasagar Scholarship 2022 | বিদ্যাসাগর স্কলারশিপ 2022

প্রগতি স্কলারশিপে প্রয়োজনীয় নথিপত্র (Documents required in Pragati Scholarship):-

  • প্রার্থীর পরিচয় প্রমাণ।
  • ঠিকানার প্রমাণ।
  • আগের পরীক্ষার মার্কশিট।
  • পারিবারিক আয়ের শংসাপত্র।
  • প্রার্থীর ব্যাঙ্ক পাসবুকের কপি।
  • বর্তমান প্রতিষ্ঠানের বার্ষিক টিউশন ফি সার্টিফিকেট।
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিউশন এবং নন-টিউশন বোনাফাইড সার্টিফিকেট।

স্কলারশিপ মূল্য(Scholarship Worth):- স্কলারশিপের মাধ্যমে নবম ও দশম শ্রেণীর মহিলা পড়ুয়াদের ও আইটিআইয়ের শিক্ষার্থীদের বার্ষিক ১০,০০০/- টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের প্রতি বছরে ১৫,০০০/- টাকা এবং স্নাতকস্তরের পড়ুয়ারা বার্ষিক ৩০,০০০/- টাকা করে পাবেন।

আবেদন পদ্ধতি(Application Procedure):- প্রগতি স্কলারশিপের জন্য আবেদন করতে, প্রথমে বিদ্যাসারথি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.vidyasaarathi.co.in দেখুন। তারপর Browse available plans অপশনে ক্লিক করুন। এর পরে, আপনি যে ক্লাস বা কোর্সের জন্য প্রগতি বৃত্তির জন্য আবেদন করতে চান তার আবেদন বিকল্পে ক্লিক করে অনলাইনে আবেদন করুন।

Click Here for 1st Time Registration

Click Here for If Already Registered

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ(Last date for submission of application):- 2022-2023 সালের প্রগতি স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২০২৩।

আরও পড়ুন : Oasis Scholarship 2022-23 | বাত্সরিক প্রচুর টাকা পেয়ে যাবেন Oasis স্কলারশিপ-এ আবেদন করে! (Apply Now!)

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles