Oasis Scholarship 2022-23 | বাত্সরিক প্রচুর টাকা পেয়ে যাবেন Oasis স্কলারশিপ-এ আবেদন করে! (Apply Now!)

WhatsApp Group Join Now

Oasis Scholarship 2022-23 : পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পড়ুয়াদের জন্য অনেকগুলি স্কলারশিপের ব্যবস্থা করেছে। তার মধ্যেই অন্যতম স্কলারশিপ হলো ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship 2022)। প্রত্যেক বছর অনেক পড়ুয়াই এই স্কলারশিপ পায়। এই স্কলারশিপের টাকা একবারে দেওয়া হয় না। বছরে ২ বারে এই স্কলারশিপের টাকা প্রদান করা হয়। এটি এই স্কলারশিপের একটি বিশেষ দিক।

এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে।

  • প্রি-ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ (SC, ST শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য)।
  • পোস্ট ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ (SC, ST ও OBC শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য)।
  • বিশেষত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিকভাবে সাহায্য করাই হলো এই স্কলারশিপ দেওয়ার মূল উদ্দেশ্য।

কারা আবেদন করতে পারবেন(Who can Apply)?

প্রি ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপের আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত বিষয়গুলো থাকতে হবে-

Google News View Now
  1. আবেদনকারী প্রার্থীদের SC/ST কাস্টের অন্তর্ভুক্ত হতে হবে।
  2. এই স্কলারশিপ নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রদান করা হয়।
  3. আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় অবশ্যই ২ লক্ষ টাকার কম হতে হবে।

পোস্ট ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত বিষয়গুলো থাকতে হবে-

  1. আবেদনকারী প্রার্থীদের SC/ST/OBC শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।
  2. এই স্কলারশিপ একাদশ শ্রেণী থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং অন্যান্য কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের দেওয়া হয়।
  3. আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় অবশ্যই আড়াই লক্ষ টাকার কম হতে হবে।

বৃত্তির পরিমাণ(Scholarship Amount):

এই স্কলারশিপের ক্ষেত্রে SC/ST পড়ুয়াদের বার্ষিক ২,২৫০ টাকা দেওয়া হয়। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের বছরে ৮,৫০০ টাকা দেওয়া হবে।

পোস্ট ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপে-

  • একাদশ,দ্বাদশ / ITI / পলিটেকনিক কোর্সে পাঠরত SC /ST ছাত্রছাত্রীদের বার্ষিক ২,৩০০ টাকা এবং OBC ছাত্রছাত্রীদের বার্ষিক ১,৬০০ টাকা দেওয়া হয়। (এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী হোস্টেলে
    থেকে পড়াশোনা করেন তাদের বছরে ৭,৫০০ টাকা দেওয়া হবে)
  • সাধারণ স্নাতক কোর্স অর্থাৎ B.A, B.Sc, B.com বিভাগে পাঠরত SC /ST ছাত্রছাত্রীদের বার্ষিক ৩,০০০ টাকা এবং OBC পড়ুয়াদের বছরে ২,১০০ টাকা দেওয়া হয়। (এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের বছরে ৭,৫০০ টাকা দেওয়া হবে)
  • স্নাতকোত্তর কোর্স / B.Pharm / B.Nursing / L.L.B / হোটেল ম্যানেজমেন্ট এবং অন্যান্য কোর্সে পাঠরত SC / ST ছাত্রছাত্রীদের বার্ষিক ৫,৩০০ টাকা এবং OBC ছাত্রছাত্রীরা বছরে ৩,৩৫০ টাকা দেওয়া হয়। (এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের বছরে ৮,২০০ টাকা দেওয়া হবে)
  • ইঞ্জিনিয়ারিং / মেডিক্যাল / B.Sc(Agri) / M.Phil / P.hd / L.L.M কোর্সে পাঠরত SC / ST পড়ুয়াদের
    বার্ষিক ৫,৫০০ টাকা এবং OBC পড়ুয়াদের বার্ষিক ৩,৫০০ টাকা দেওয়া হয়। (এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের বছরে ১২,০০০ টাকা দেওয়া হবে)

আবেদন প্রক্রিয়া(How to Apply):

  • আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে।

Click Here for Official Website

  • অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/-এ গিয়ে ‘Student Registration’-এ ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন করতে হবে।

Click Here for Apply

  • এরপর লগ ইন করে অনলাইনে আবেদনপত্র ফিল আপ করে ‘Verify & Lock Application’-এ ক্লিক করতে হবে।
  • এরপর আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং আবেদনপত্রের সাথে আপনার যাবতীয় নথিপত্র অ্যাটাচ করে বিডিও অফিসে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র(Required Documents):

এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
  • আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স
  • আপনার পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • আপনার পরিচয়পত্র (আধার কার্ড , ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

আবেদনের শেষ তারিখ(Last Date of Apply):

২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য আবেদন ১০.০৫.২০২২ অর্থাৎ ১০ মে ২০২২ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই স্কলারশিপে আবেদনের জন্য কোনো শেষ তারিখ নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন : SBI Asha Scholarship 2022 : এসবিআই আশা স্কলারশিপ ২০২২ ! ১৫,০০০ টাকা করে পেয়ে যাবেন SBI স্কলারশিপে আবেদন করে !

WhatsApp Group Join Now

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles