SBI Asha Scholarship 2022 : এসবিআই আশা স্কলারশিপ ২০২২ ! ১৫,০০০ টাকা করে পেয়ে যাবেন SBI স্কলারশিপে আবেদন করে !

WhatsApp Group Join Now
Google News Follow

SBI Asha Scholarship 2022 : SBI Asha Scholarship, SBI ফাউন্ডেশনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) পরিকল্পনার অধীনে আসে। “আশা” নামে এই প্রোগ্রামটি একটি হিন্দি শব্দ যার সঠিক অর্থ হল “আশা”৷ গোটা দেশে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা অর্থনৈতিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে পড়ে। সেই সমস্ত ছাত্রছাত্রী যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে তাই তাদের SBI ফাউন্ডেশন কর্তৃক SBI আশা স্কলারশিপ (SBI Asha Scholarship) দেওয়া হয়। যাতে ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে।এই স্কলারশিপ ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পাবেন। অন্যান্য স্কলারশিপে আবেদন করলেও আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এটিই হলো এই স্কলারশিপের বিশেষত্ব।

Details of SBI Asha Scholarship Program 2022

Title of the Scholarship Program SBI Asha Scholarship Program 2022
Sponsorship Provider SBI Foundation
Mode of Application Online
Start Date of Application Currently Open
End Date for Application 15th of October,2022 ( Tentative)
For the Year 2022-2023
Grant Rs 15,000 for a Year
Official Website https://sbifoundation.in

 

SBI আশা স্কলারশিপ প্রোগ্রাম 2022 এর জন্য যোগ্যতা(Eligibility for SBI Asha Scholarship Program 2022):

  • এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
  • এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীকদের পূর্ববর্তী পরীক্ষায় ৭৫% নম্বর পেতে হবে।
  • এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকা অথবা তার কম।
  • এই স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীকে ভারতীয় নাগরিক হতে হবে।

বৃত্তিরপরিমাণ(Scholarship Amount) : SBI আশা স্কলারশিপের জন্য নির্বাচিত পড়ুয়াদের বছরে ১৫,০০০টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া(Procedure of Application):

SBI Asha Scholarship 2022
SBI Asha Scholarship 2022
  • আপনি যদি এই SBI আশা স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইনমাধ্যমে।
  • অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। সরাসরি লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।

Click Here for Official Website

  • এরপর আপনার সামনে যে পেজটি খুলবে তার নিচে Apply Now অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার নাম, ফোন নম্বর, বৈধ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নির্ভুলভাবে পাসওয়ার্ড লিখে Register অপশনে ক্লিক করতে হবে।

Click Here for Register

  • এরপর আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওই OTP টি সঠিক স্থানে লিখে ‘Verify OTP’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনার লিঙ্গ, রাজ্য এবং আপনি যে ক্লাসে পাঠরত তা লিখে ‘Update’ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পর আপনার সামনে যে নতুন পেজটি আসবে সেখানে ‘Start Application’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে নতুন পেজে আসা সঠিক অপশনগুলি নির্বাচন করে ‘Check Eligibility’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে আবেদনের ফর্মটি আসবে। আবেদনের ফর্মটি ভালো করে ফিল আপ করে ‘Save And Continue’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার যাবতীয় তথ্য, ব্যাংকের তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে ‘Save’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার পরিবার সংক্রান্ত এবং অন্যান্য বিষয় সংক্রান্ত প্রশ্নগুলি পূরণ করে ‘Save And Continue’ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর সমস্ত নথিপত্র আপলোড করার পর ‘Terms and Conditions’ গুলি ‘Accept’ এবং ‘Preview’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র( Required Documents):

এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার পূর্ববতী পরীক্ষার মার্কশিট
  • আপনার পরিচয়ের প্রমাণপত্র (আধার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড)
  • আপনার নতুন শ্রেণীতে ভর্তির রশিদ
  • আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস
  • আপনার পরিবারের ইনকাম
  • সার্টিফিকেট
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি

আবেদনের শেষ তারিখ(Last Date of Apply) : আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ১৫.১০.২০২২ অর্থাৎ ১৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে।

আরও পড়ুন : Shah Rukh Khan Scholarship: চালু হল শাহরুখ খান স্কলারশিপ, মিলবে বিনামূল্যে পড়াশোনার সুযোগ!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles