SBI Charges: এটিএম থেকে কি বার-বার টাকা তুলছেন? জেনে নিন কত চার্জ কাটে SBI

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

SBI Charges:

ব্যাংক চার্জ কি প্রয়োজ্য সমস্ত সরকারি বা বেসরকারি ব্যাংক এর ক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে?

এটিএমে (ATM) টাকা তোলা জন্য নির্দিষ্ট টাকা নেয় সব ব্যাঙ্ক। সরকারি-বেসরকারি সব ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রয়োজ্য এই নিয়ম।

‘ফিন্যান্সিয়াল’ ও ‘নন-ফিন্যান্সিয়াল’ লেনদেনের ঠিক কত চার্জ নেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI):

  • আগে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স না রাখলেই জরিমানা করত SBI। ২০২০ সালের মার্চ থেকে বন্ধ হয়েছে এই জরিমানা। ব্যাঙ্কের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে SBI। আগে এসবিআই শাখার উপর নির্ভর করে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য ৫-১৫ টাকা জরিমানা করত স্টেট ব্যাঙ্ক। মেট্রো, শহরতলি বা গ্রামীণ অঞ্চলে নেওয়া হত আলাদা চার্জ।
  • SBI-এর নিয়ম অনুসারে, যে গ্রাহকরা মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত গড় মাসিক ব্যালেন্স বজায় রাখেন, তারা SBI ATM-এ পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারেন। অন্যান্য ATM-এর জন্য, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ-সহ ছয়টি মেট্রো শহরে বিনামূল্যে লেনদেনের সীমা তিনটিতে সীমাবদ্ধ। তবে SBI-এর যে গ্রাহকদের গড় মাসিক ব্যালেন্স ১ লক্ষ টাকার বেশি থাকে, তারা সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুযোগ পান।
  • তবে এই নির্ধারিত সীমার বাইরে আর্থিক লেনদেনের জন্য SBI ২০ টাকা ফি ধার্য করে পরিষেবা বাবদ ৷ সেই ক্ষেত্রে ‘নন-ফিন্যান্সিয়াল’ লেনদেনের জন্য ব্যাঙ্ক SBI ATM-এ ৫ টাকা ও অন্যান্য ব্যাঙ্কের ATM-এ ৮ টাকা ও ট্যাক্স চার্জ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । এই ফি কেবল নির্ধারিত সীমা অতিক্রম করলেই নেওয়া হয়।

    Financial & Non Financial Charges SBI
    Financial & Non Financial Charges SBI

বারবার টাকা তুললে কি চার্জ নেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI Charges)?

1.সীমার বাইরে প্রতিবার টাকা তোলার জন্য SBI প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ করে।

2.অন্য ব্যাঙ্কের এটিএম-এ প্রতিটি অতিরিক্ত আর্থিক লেনদেনের জন্য গ্রাহকের কাছ থেকে ২০ টাকা ধার্য করে স্টেট ব্যাঙ্ক। এর উপরে প্রযোজ্য অতিরিক্ত জিএসটি যোগ করা হয়।

অপর্যাপ্ত ব্যালেন্স এর ক্ষেত্রে কি চার্জ নেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?

অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে প্রতিটি প্রত্যাখ্যাত লেনদেনের জন্য SBI ২০ টাকা ও পরিষেবা ফি হিসাবে GST চার্জ করে।

চেকবুক বইয়ের জন্য কি চার্জ নেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?

২৫ পাতার চেক বুকের জন্য SBI ৭৫ টাকা ও GST পরিষেবা ফি নেয়। ইমারজেন্সি ১০ পাতার চেক বইয়ের জন্য ৫০ টাকা প্লাস জিএসটি চার্জ করে ব্যাঙ্ক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে সমস্ত পরিসেবা বিনামূল্যে দিয়ে থাকে সেগুলি দেখে নেওয়া যাক :

  1. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের শাখা ও এটিএম উভয় ক্ষেত্রেই চারটি বিনামূল্যের লেনদেনের পরে চার্জ নিয়ে থাকে। ব্যাঙ্কের শাখা বাদেও এটিএম-এ বিনামূল্যের সীমা অতিক্রম করে নগদ তুললে ব্যাঙ্ক ৫ টাকা প্লাস জিএসটি চার্জ করে।
  2. ব্যাঙ্ক একটি আর্থিক বছরে প্রথম ১০টি চেকবইয়ের পাতা বিনামূল্যে গ্রাহককে দিয়ে থাকে। তারপরে, ১০ পাতার চেক বুকের জন্য ৪০ টাকা প্লাস জিএসটি চার্জ করে ব্যাঙ্ক।

আরও পড়ুন : Banking Services – নিয়ম বদল 4 ব্যাংকের, না মানলে দিতে হবে ফাইন।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles