Free Gas Cylinder: সত্যিই কি বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার মিলবে ?

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Free Gas Cylinder: Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) দিচ্ছে ফ্রিতে গ্যাস সিলিন্ডার । আপনি কি ফ্রিতে গ্যাস সিলিন্ডার নিতে চান তাই কিভাবে গ্যাস সিলিন্ডার পাবেন।

গ্যাসের দাম হাজার ছাড়িয়েছে অনেক আগেই।বর্তমানে ক্রমাগত নিত্য প্রয়োনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। তার ওপর পেশাগত দিক থেকে ভালো উপার্জন করেন এমন পরিবারের সংখ্যাই কম। অন্য দিকে প্রতি সিলিন্ডার পিছু খরচ করতে হচ্ছে হাজার টাকা। জুন ২০২১ থেকে প্রত্যেক মাসে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে সেরকম বেড়েছে এলপিজি ১৪.২ কেজি গ্যাসের দাম।এই অবস্থায় বিনা পয়সায় রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া গেলে মন্দ কি ?

সত্যিই কি বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার মিলবে ?

বছরে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে।তবে সকলে সেই সিলিন্ডার পাবেন না। বিনামূল্যে  রান্নার গ্যাস সিলিন্ডার কারা পাবেন। অন্ত্যোদয় কার্ডধারীরা সেই সুবিধা পাবেন। ইতিমধ্যে অন্ত্যোদয় কার্ডধারীদের তালিকা তৈরি করে গ্যাস সংস্থাগুলির হাতে  তুলে দিয়েছে রাজ্য সরকার।শীঘ্রই অন্ত্যোদয় কার্ডধারীদের বিনামূল্যে বছরে সিলিন্ডার প্রদানের প্রকল্প শুরু হবে।

 

Free Gas Cylinder
Free Gas Cylinder

কিভাবে ফ্রী তে গ্যাস সিলিন্ডার পাবেন?

  1. রেশন কার্ডধারীদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার
  2. Pradhan Mantri Ujjwala Yojana (PMUY): একজন মহিলা যিনি একটি বিপিএল পরিবারের অন্তর্গত এবং তার পরিবারে এলপিজি সংযোগ নেই তিনি PMUY স্কিমের সুবিধা পেতে পারেন।
PMUY
PMUY

3. মহিলা  কে অবশ্যই SECC 2011 তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বা সাতটি চিহ্নিত বিভাগের অধীনে থাকতে হবে যেমন নদীদ্বীপে বসবাসকারী , SC/ST পরিবার, চা এবং প্রাক্তন চাবাগান উপজাতি, PMAY (গ্রামীণ), বনবাসী, AAY, এবং সর্বাধিক অনগ্রসর।

 

আরও পড়ুন: SBI Charges: এটিএম থেকে কি বার-বার টাকা তুলছেন? জেনে নিন কত চার্জ কাটে SBI

Paytm মাধ্যমে কি পেমেন্ট করলে সত্যিই কি ১০০% ক্যাশ ব্যাক পাওয়া যাবে?

Paytm অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ক্যাশ ব্যাক অফার। তাই Paytm এর মাধ্যমে LPG সিলিন্ডার বুক করলে গ্রাহকেরা পাবেন ১০০ শতাংশ ক্যাশ ব্যাক।

কিভাবে Paytm এর মাধ্যমে পেমেন্ট করলে ১০০% ক্যাশ ব্যাক পাওয়া যাবে?

  1.  Paytm অ্যাপটি ওপেন করতে হবে।
  2.  ‘Cylinder Booking’ অপশনে ক্লিক করতে হবে।
  3. ‘Book a gas cylinder’ অপশনে ক্লিক করতে হবে।
  4. একই পেজের থেকে কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে সেই নামটি সিলেক্ট করতে হবে।
  5. গ্রাহকের কনজিউমার আইডি, মোবাইল নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে জমা দিতে হবে।
  6. গ্যাস কানেকশনের সমস্ত তথ্য স্ক্রিনে আসলে দেওয়া হবে ক্যাশ ব্যাক।
WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles