Ration Card Correction – পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড সংশোধন অনলাইন এ (ফর্ম 5)।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Ration Card Correction :এমন কিছু সময় আছে যখন আপনার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার পরে আপনি আপনার বা আপনার পরিবারের সদস্যদের রেশন কার্ডে বিভিন্ন ভুল খুঁজে পেতে পারেন।পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে বিনামূল্যে আপনার ডিজিটাল রেশন কার্ডে এই ভুলগুলি সংশোধন করা সাধারণ জনগণের জন্য সহজ করে দিয়েছে।ভুলগুলি আপনার বা আপনার পরিবারের সদস্যের নাম, ঠিকানা ইত্যাদিতে হতে পারে।

আপনি কি আপনার রেশন কার্ড এখনো কারেকশন করেননি?

  • রাজ‍্যে যারা রেশন কার্ড হোল্ডার রয়েছেন, তারা নিয়মিত এই কার্ডের মাধ্যমে রেশনে দেওয়া সামগ্রী সংগ্রহ করে থাকেন।
  • এবার যদি রেশন কার্ড তৈরি করার সময় কারো ভুলবশত তথ্যে কোনো ভুল থেকে থাকে, তাহলে সেই রেশন কার্ডধারীকে যথেষ্ট সমস্যায় পড়তে হয় পরবর্তী দিন গুলো তে।
  • রেশনে দেওয়া সামগ্রী সংগ্রহ করার সময় সমস্যা তৈরি হতে পারে সাধারণ মানুষের এর জন্য।

অফ লাইন রেশন কার্ড কারেকশনের করতে গিয়ে পড়তে হতে পারে সমস্যায়

  • রেশন কার্ড তৈরি করা থেকে শুরু করে ভুল সংশোধন, সমস্ত কাজেই হয় স্থানীয় BDO, SDO অফিসে ।
  • সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং দুর্ভোগকে পড়তে হয় সাধারণ মানুষকে।

রেশন কার্ড কারেকশন করতে পারবেন বাড়িতে বসেই

এখন বাড়িতে বসে অনলাইনে, সকলেই রেশন কার্ডের ভুল (Ration Card Correction) থাকলে তা সংশোধন করে নিতে পারবেন অনলাইনে।

অনলাইনে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত যেকোনো বিশদ সংশোধন করতে আপনার নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন

1.রেশন কার্ড নম্বর
2.রেশন কার্ড বিভাগ
3.মোবাইল নম্বর
4.আপনার করা পরিবর্তনগুলিকে সমর্থন করে এমন কোনও নথি (সঠিক বিবরণ সহ আইডি প্রুফ, ঠিকানার প্রমাণ ইত্যাদি)

বাড়িতে বসে কিভাবে রেশন কার্ড কারেকশন করবেন

  1. পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট food.wb.gov.in-এ লগইন করতে হবে।

    Ration Card Correction
    Ration Card Correction
  2. এরপর স্ক্রিনে Ration Card অপশনে ক্লিক করে Apply for Correction in Existing Ration Card অপশনে ক্লিক করুন।
  3. রেশন কার্ড তৈরি করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই মোবাইল নম্বর দিয়ে Get OTP-তে ক্লিক করুন।

    OTP Verification Digital Ration Card
    OTP Verification Digital Ration Card
  4. এবার OTP দিয়ে Proceed-এ ক্লিক করুন।
  5. এবার আপনি ডিভাইস স্ক্রিনে Ration Card Details দেখতে পাবেন। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে।

    Family Member's Details
    Family Member’s Details
  6. দেখুন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য ঠিক আছে কিনা।

বাড়িতে বসে শুধু কারেকশনই নয় চেকও করতে পারবেন কতগুলি সহজ পদ্ধতিতে।

  1. যে জায়গায় ভুল রয়েছে বলে মনে হচ্ছে, সেগুলি সংশোধন করে প্রয়োজনীয় নথি আপলোড করুন। এক্ষেত্রে আধার কার্ড দিন।
  2. এরপর I Agree-তে টিক দিয়ে Proceed Option-এ Click করুন।
  3. এরপর Terms & Condition-এ টিক দিয়ে Get OTP-তে ক্লিক করুন।ফের যে মোবাইল নম্বরটি রেশন কার্ডে Link করা রয়েছে, সেখানে OTP নম্বর যাবে। সেই OTP Number দিয়ে Submit Option-এ Click করুন। তাহলেই আপনার আবেদনপত্র পাঠানোর কাজটি সম্পূর্ণ হয়ে যাবে।
  4. এই কাজটি সম্পন্ন হয়ে গেলেই কিভাবে Ration Card Status Check করে দেখে নিন।

চেক করার পদ্ধতি গুলো জেনে নেওয়া যাক।

  1. পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট food.wb.gov.in-এ Login করুন।
  2. সেখানে Special Services-এর মধ্যে গিয়ে Check Status of Ration Card Application-এ Click করুন।

    Check Status of Ration Card
    Check Status of Ration Card
  3. যদি আপনার আবেদনপত্রটি Approved হয়ে যায়, তাহলে কয়েকদিনের মধ্যেই E-Ration Card Download করতে পারবেন। তারপর যতদিন না পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে রেশন কার্ড পৌঁছায়, ততদিন এই E-Ration Card-এর নিয়ে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

আরও পড়ুন : GST Rate: আটা, ডাল-সহ 14টি জিনিসে নেই জিএসটি? বড় ঘোষণা নির্মলা সীতারমনের।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles