Dearness Allowance – সরকারি কর্মচারীদের ডিএ কবে বাড়বে, কি ঘোষণা সরকারের।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Dearness Allowance : সরকারি কর্মচারীদের জন্য (Dearness Allowance) নিয়ে সুখবর। এতদিন ধরে যে বিষয়ে আশা করা হয়েছিল। এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শীঘ্রই বাড়তে চলেছে ডিএ(DA)।

কলকাতা হাইকোর্টের তরফে কি নির্দেশ হলো ডিএ(DA) সংক্রান্ত বিষয় এ রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে?

  • কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) এর বিচারপতি জানিয়ে দেন এই মহার্ঘ ভাতা (Dearness Allowance) রাজ্য সরকারকে তাঁর কর্মচারীদের দিতেই হবে।
  • কলকাতা হাই কোর্ট এর তরফ থেকে আরো জানানো হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) মাত্র তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।
  • স্যাট এর তরফ থেকেও এই একই কথা ঘোষণা করা হয়েছিল যে মহার্ঘ ভাতা বা DA (DA of West Bengal Government) যা বকেয়া রয়েছে তা যেন রাজ্য সরকার মিটিয়ে দেন খুব তাড়াতাড়ি।
  • সেই স্যাট এর যে নির্দেশ তা সরাসরি চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, কলকাতা হাই কোর্ট এ রিভিউ পিটিশন করেন।
  • কলকাতা হাইকোর্ট আবার সেই একই কথা জানিয়ে দিলো যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। রাজ্য সরকারকে তা মিটিয়ে দিতেই হবে। অর্থাৎ, স্যাটের রায়ই বহাল রইলো ডিভিশন বেঞ্চে।

সত্যিই কি রাজ্য সরকার ডিএ(Dearness Allowance) দেবে? দিলেও বা কবে দেবে?

কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)-এর বিচারপতি হরিশ টেন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (da of West Bengal Govt. Employees) কেন্দ্রসরকারী কর্মচারীদের সমতুল্য হওয়া উচিত। এই ডিভিশন বেঞ্চ থেকে আরো বলা হয় যে –

ডিএ কর্মীদের আইনি অধিকার, মৌলিক অধিকার। কোনোভাবেই তা অস্বীকার করা যায় না। কোনও অজুহাতেই কর্মীদের তা থেকে বঞ্চিতও করা যায় না। সেটা হলে সরকারের প্রধান শক্তি অর্থাৎ কর্মীদের মনোবল ধাক্কা খাবে।

কলকাতা হাই কোর্ট এর ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয় যে , রাজ্যকে নির্দেশ দেওয়া হচ্ছে তিন মাসের মধ্যে All India Consumer Price Index এর গড় ৫৩৭ সমানুপাতিক রূপে Ropa Rules, 2009(WBS (ROPA) বিধিমালা, 2009-এর নিয়ম 11-এর বিধান অনুসারে, 1লা জানুয়ারী, 2006- বা তার পরে পদোন্নতির উপর বেতন নির্ধারণ বা কার্যকর আন্দোলনের ক্ষেত্রে, একজন সরকারি কর্মচারী সমান এক ইনক্রিমেন্ট পাওয়ার অধিকারী। পে ব্যান্ডে বেতনের 3% এবং বিদ্যমান গ্রেড পে)। অনুযায়ী ডি বকেয়া ডি প্রদান করতে যেমনটা ইতিপূর্বে স্যাট নির্দেশ দিয়েছিল সেভাবেই করতে হবে।

সরকার ডিএ কত শতাংশ হারে দেবে?

পশ্চিমবঙ্গ সরকার ডিএ 2022-এর নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৪ % হারেই DA (Dearness allowance) পাবেন।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিয়ে থাকেন ৩% । বর্ধিত ডি এ যদি দিতে হয় তাহলে প্রায় ৩১% এই ডি এ বৃদ্ধি ঘটবে।

বেতন কত হবে ডিএ (Dearness Allowance) দেওয়ার পর?

৪ শতাংশ ডিএ বাড়লে প্রতি মাসে কোনো কর্মচারী ২০ হাজার টাকা বেতন এবং ৩৮ শতাংশ হারে ডিএ পেলে ৭ হাজার ৬০০ টাকা হবে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে সাথে সুবিধা পাবেন পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মীরাও।

West Bengal Employee DA Rates:

DA Payable from

Increased DA % Total DA

%

01.01.2022

3 34

01.07.2021

3 31
01.07.2021 (01.01.2020, 01.07.2020, 01.01.2021) 11

28

01.07.2019

5 17

01.01.2019

3

12

01.07.2018

2

9

01.01.2018 2

7

01.07.2017 1

5

আরও পড়ুন:EPFO: শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকবে ₹80 হাজার? কর্মীদের কী জানাচ্ছে EPFO?

 

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles