Bangla Awas Yojona – পুজোর আগেই বাংলা আবাস যোজনার টাকা, বিনামুল্যে জমি ও বাড়ি কেনার টাকা দিচ্ছে সরকার, কিভাবে পাবেন?

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Bangla Awas Yojona : বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, – দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা(Bangla Awas Yojona), যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০২২ সালের মধ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Click here for Official Website 

Details of Bangla Awas Yojana 2022

Name of Scheme Bangla Awas Yojana 2022
State West Bengal
Launched By CM Mamata Banerjee
Financial Year 2022-2023
Objective Providing housing to poor people at affordable prices
Beneficiaries All residents of the state
Application Process Online/ Offline Mode
Official Website wbhousing.gov.in

কতো টাকা দিচ্ছে বাংলা আবাস যোজনা তে বা কিভাবে দিচ্ছে টাকা?

প্রতিটি উপভোক্তাকে তাদের নিজের বাড়ি নিজে প্রস্তুত করার জন্য বর্তমানে তিনটি কিস্তিতে ,২০,০০০/- (এক লক্ষ কুড়ি হাজার) টাকা প্রদান করা হয়। প্রথম কিস্তিতে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা যার মাধ্যমে বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ, দ্বিতীয় কিস্তিতে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) যার দ্বারা বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ, তৃতীয় এবং সর্বশেষ কিস্তিতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা যার মাধ্যমে বাড়ির ছাদ ও জানালা, দরজা, প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য সম্পন্ন করা হয়। নির্মিত গৃহটির এলাকার ন্যুনতন পরিমাপ ২৫ বর্গমিটার বা ২৭০ বর্গফুট হতে হবে।

জেলাগুলির প্রায় ১৬ হাজার মানুষের নিজস্ব জমি নেই। সে ক্ষেত্রে সরকারের পদক্ষেপ  বা ভাবনা কি?

পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রায় ১৬ হাজার মানুষের নিজস্ব জমি নেই বলে তথ্য উঠে আসে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তর থেকে উদ্যোগ নিয়ে বেশিরভাগ বাসিন্দাকে জমি প্রদানের ব্যবস্থা হয়।

সূত্রের খবর, রাজ্যের হাজার হাজার ভূমিহীন মানুষের সন্ধান মিলেছে। তবে তাদের নিজস্ব জমি না থাকায় Bangla Awas Yojona বা বাংলা আবাস যোজনা প্রকল্পে গৃহ নির্মাণের জন্য প্রকল্পের সুযোগ তাঁদের হাতে তুলে দিতে পারছিল না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই সকল অসহায় মানুষদের বাড়ি কীভাবে হবে, তা নিয়ে চিন্তিত ছিল প্রশাসন।

কেন্দ্র থেকেও এবিষয়ে নবান্নকে জানানো হয়েছিল। অবশেষে বহুল আলাপ আলোচনা এবং বিশেষভাবে রাজ্যের তত্‍পরতায় সেই সমস্যার সমাধান মিলল। বর্তমানে বাকি মাত্র ১৫০০ জনকে জমি প্রদানের প্রক্রিয়া। এখনও পর্যন্ত সর্বাধিক সুবিধা পেয়েছেন পূর্ব মেদিনীপুরে্র ৪৪১ জন।

এরপরেই আছে পশ্চিমবঙ্গের বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ। এই সব জেলায় সব ভূমিহীন মানুষদেরকে জমি প্রদিত হয়েছে। কোনও ভুমিহীনের বঞ্চিত না হওয়ার জন্যে সর্বোতভাবে সাহায্য করা হয়েছে। তবে এখনও এই প্রকল্পে সামান্য সংখ্যক বাড়ি নির্মাণ বাকি রয়েছে।

District Wise Houses Sanctioned in WB Bangla Awas Yojana 2022:

প্রতিটি জেলার জন্য প্রাথমিক অনুমোদন অনুযায়ী, জেলাভিত্তিক অনুমোদিত বাড়ির(Bangla Awas Yojona)সংখ্যা নিম্নরূপ হবে:-

  • Murshidabad – 66,155 houses
  • East Midnapore – 51,212 houses
  • Malda – 47,042 houses
  • Birbhum – 45,501 houses
  • North 24 Parganas – 35,157 houses
  • South 24 Parganas – 38,560 houses
  • East Burdwan – 30085 houses
  • Purulia – 27497 houses
  • Darjeeling – 1706 houses

একইভাবে, সমস্ত 22টি জেলা এবং শিলিগুড়ি মহাকুমা পরিষদের জন্য জেলা কর্তৃপক্ষকে অনুমোদন দেওয়া হয়েছে। জেলা কর্মকর্তারা তাদের আবেদন অনুযায়ী সুবিধাভোগীদের চিহ্নিত করবেন।

বাংলা আবাস যোজনার স্কিমের আবেদনপত্র :

WB Bangla Awas Yojana 2022-এর আবেদনের ফর্ম্যাট রাজ্য সরকারের আগের আবাসন প্রকল্পগুলির মতোই থাকবে।

WB Banglar Awas Yojana Online Application Form
WB Banglar Awas Yojana Online Application Form

আরও পড়ুন : New Scheme 2022 – কন্যাশ্রী মতো এবার ছেলেদের জন্যও প্রকল্প চালু মমতা!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles