Bandhan Bank Recruitment : উচ্চ মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ ! প্রতিমাসে বেতন ২৪ হাজার টাকা।

Join Our WhatsApp Group For New Update

Bandhan Bank Recruitment : বন্ধন ব্যাংকে ব্রাঞ্চ রিলেশনশিপ হেড এবং কাস্টমার সার্ভিস অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন পদ্ধতির,শিক্ষাগতা যোগ্যতা এসব সম্বন্ধে বিস্তারিত আলোচনা রইল আজকের প্রতিবেদনে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরায় আবেদন করতে পারবেন।

পদের নাম(Name of the Post) : Branch Relationship Head, Customer Service Officer.

শিক্ষাগতা যোগ্যতা(Educational Qualification) : যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা গ্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স(Age Limit): প্রার্থীর বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।

বেতন(Salary) : উপযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৬০০০/- টাকা থেকে ২৪০০০/-  টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি(How to Apply) : ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য নিচে অফিশিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে এখান থেকে ভালো করে বিজ্ঞপ্তি টা পড়ে তারপর ইচ্ছুক ব্যক্তিদের আবেদন করতে হবে।

Click here for Official Notification & Know about Details of Recruitment:

https://www.ncs.gov.in/Pages/ViewJobDetails.aspx?JSID=f%2FSRHNTNn3c%3D

প্রয়োজনীয় ডকুমেন্ট(Required Documents):

  1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট।
  2. বায়োডাটা।
  3. প্যান কার্ড অথবা আধার কার্ড।
  4. রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোকপি।

আরও পড়ুন : Bandhan Bank recruitment 2022 : বন্ধন ব্যাঙ্কে চাকরির সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই!

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles