Bharathi Cement Scholarship 2023 : ২০০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে ! ভারতী সিমেন্ট ছাত্র-ছাত্রীদের ! স্কুল ও কলেজ পড়ুয়া সবাই পাবে !

Join Our WhatsApp Group For New Update

Bharathi Cement Scholarship 2023 : ভারতের নামকরা সিমেন্ট কোম্পানিগুলির মধ্যে অন্যতম হল ভারতী সিমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেড।নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়ারা, তার সঙ্গে সঙ্গে কলেজ, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা আইটিআই এবং পোস্ট গ্রাজুয়েট-এর জন্য আবেদন করে এর সুযোগ সুবিধা পাবে।

ভারতী সিমেন্ট স্কলারশিপ এ একটি প্রাইভেট কোম্পানির স্কলারশিপ তাই অন্যান্য সরকারি স্কলারশিপে সাথেই তোমরা আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন? আবেদন করার সময় কি কি নথিপত্র প্রয়োজন? অনলাইন আবেদনের প্রক্রিয়া কী? সমস্ত বিস্তারিত তথ্য এই পোস্টে মাধ্যমে তুলে ধরা হল।

স্কলারশিপের টাকার পরিমাণ কোর্স অনুযায়ী।

ছাত্র-ছাত্রীরা তাদের কোর্সের ওপর নির্ভর করে ১০০০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকা এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সর্বোচ্চ ৩৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে।

ক্লাস বা কোর্স স্কলারশিপের পরিমাণ
নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং ITI ছাত্র ছাত্রীরা ১০০০০ টাকা
সাধারণ কলেজ পড়ুয়া (BA, BCA,BSC, B.Com) ২০০০০ টাকা
ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা ১৫০০০ টাকা
পোস্ট গ্রাজুয়েশন বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা (MA, M Com, MSC ,MCA MSW etc) ২৫০০০ টাকা
ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা B.E./B.Tech ৩৫০০০ টাকা

 

কারা আবেদন করতে পারবেন?

  • শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
  • ছাত্র-ছাত্রী উভয়ই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • শেষ পরীক্ষায় অবশ্যই ন্যূনতম ৫০% নম্বর পেয়ে থাকতে হবে।
  • নবম থেকে দ্বাদশ শ্রেণীতে, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছেন তারা এর জন্য আবেদন করতে পারবেন।
  • শিক্ষার্থীদের অবশ্যই ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।
  • কোর্সগুলি এআইসিটিই/এনএএসি/ইউজিসি/সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে হবে।
  • শিক্ষার্থীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

প্রয়োজনীয় ডকুমেন্টস : 

  • রেজাল্টের কপি বিগত পরীক্ষার।
  • বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি বয়সের প্রমাণপত্রের জন্য ।
  • শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সে ভর্তির ও পেমেন্টের রশিদ কপি।
  • আধার কার্ডের কপি
  • প্যান কার্ডের কপি।
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
  • পারিবারিক আয়ের কপি।

আবেদন করবেন কিভাবে?

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত জানতে নীচে লিংকে ক্লিক করুন।

Click here for register for 1st Time Application : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/registration

Already a registered user? Click here for Login : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/login

আবেদনের সময়সীমা(Application Last date 15.10.2023) : 2023-24 শিক্ষাবর্ষের জন্য আবেদন বর্তমানে খোলা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ ১৫ই অক্টোবর । এর মধ্যে আবেদন করা সম্পূর্ণ করতে হবে।

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship 2023 : স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ ফ্রেশ ও রিনুয়াল আবেদনে করতে কি কি ডকুমেন্টস লাগবে ?

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles