BHEL Requirement 2022 : ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) হল একটি ভারতীয় কেন্দ্রীয় পাবলিক সেক্টরের উদ্যোগ। এটি ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন। এটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। 1956 সালে প্রতিষ্ঠিত, BHEL হল ভারতের বৃহত্তম সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম প্রস্তুতকারক।
BHEL এ ১০০ টি শুন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, আজকের এই প্রতিবেদনে যোগ্যতা, কেমন ভাবে আবেদন করতে হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
Click here for Official notification : https://www.itijobs.co/wp-content/uploads/2022/12/ITI_Advertisement_22.pdf
Important Date (গুরুত্বপূর্ণ তারিখ) :
Opening Date: 07th December 2022.
Closing Date: 20th December 2022.
Qualification(যোগ্যতা): ITI পাস আউট প্রার্থীরা আবেদন করতে পারবেন।
No. of Vacancy (শূন্যপদের সংখ্যা):
Fitter: 30 Posts
Electrician: 30 Posts
Machinist: 20 Posts
Welder: 20 Posts
Age Limit(বয়স সীমা): For General: 14 to 27 Years
5 years of age for SC/ST candidates.
3 years of age for OBC Non-Creamy layer candidates.
10 years of age for Person with Disability candidates.
Job Profile(চাকরির বৃত্তান্ত):
Apprentice Job (শিক্ষানবিশ চাকরি)
Duration Time (সময়কাল – 01 বছর)
Job location(চাকুরি স্থান): Bhopal, Madhya Pradesh
Salary & Benefits (বেতন ও সুবিধা): সরকারী নিয়ম অনুযায়ী।
How to Apply (কিভাবে আবেদন করতে হবে):
Apply through Online Mode
Click here for Apply Online : https://bpl.bhel.com/bplweb_new/careers/index.html
আরও পড়ুন :Jindal Campus Placement 2022 : জিন্দাল স্টিল ওয়ার্কস ক্যাম্পাস প্লেসমেন্ট 2022।