Biswabina Foundation Scholarship : বিশ্ববীনা স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ১৫০০০ টাকা !!! Online Apply করলেই !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Biswabina Foundation Scholarship : Biswabina Foundation Scholarship এটা দেওয়া হচ্ছে “বিশ্ববীনা ফাউন্ডেশন“এর তরফ থেকে। দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে এই বৃত্তি অনেকটাই সাহায্য করবে। আজকে এই স্কলারশিপের বিস্তারিত তোমাদের জানাবো।

বিশ্ববীনা স্কলারশিপ কি?

বিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ হল একটি মেধা-ভিত্তিক বৃত্তি যা তোমাদেরকে অর্থাৎ ছাত্র-ছাত্রীদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করবে। উচ্চমাধ্যমিক পাশ করে, যে সকল পড়ুয়া এই বছর নতুন কলেজে ভর্তি হয়েছো বা হবে, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের টিউশন ফি, থাকা খাওয়ার খরচ এবং অন্যান্য সম্পর্কিত খরচে সাহায্য করবে।

Biswabina স্কলারশিপের জন্য তথ্য সারণি

বৃত্তির নাম বিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ
স্কলারশিপের ধরন প্রাইভেট স্কলারশিপ
আবেদন অফলাইন ফর্ম ফিলাপ
আবেদন শুরুর তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গেছে
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে আগস্ট, ২০২৩
যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ
স্কলারশিপের পরিমাণ ১৫০০০ টাকা পর্যন্ত

আবেদন করতে পারবে কারা ?

ছাত্র-ছাত্রীকে উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি নিচে যোগ্যতাগুলো পূরণ করতে হবে –

  • ছাত্রছাত্রীর পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের জন্য স্নাতক (College) বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীদের তাদের পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৮০ % নম্বর পেতে হবে।

আবেদন প্রক্রিয়া বিশ্ববীনা স্কলারশিপ।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অফলাইন (Offline Application)। স্কলারশিপ আবেদনের ফর্ম এর লিংক আপনারা পোষ্টের নিচে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।

স্কলারশিপ ফর্মে ছাত্র বা ছাত্রীর নাম, বাবার নাম, ঠিকানা, জন্মতারিখ, পড়াশোনার ফলাফল তার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সহ ফিলাপ করে রঙিন পাসপোর্ট ছবি সহ জমা করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে, প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে সংস্থার ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে বা গিয়ে জমা দিয়ে আসতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস স্কলারশিপের জন্য।

স্কলারশিপ ফর্মের সঙ্গে ছাত্রছাত্রীদের যে ডকুমেন্ট লাগবে –

  • উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
  • আধার কার্ড।
  • পারিবারিক আয়ের প্রমাণপত্র।
  • চলতি শিক্ষাবর্ষের স্কুল/কলেজ ফি রসিদ।
  • আপডেট করা ব্যাংকের পাস বই।
যোগাযোগ +91 9933068844
অফিসিয়াল মেল foundationbiswabina@gmail.com
ওয়েবসাইট https://biswabinafoundation.in/

 

Application Form For 2023-2024 Fresh Applicants Of Scholarships(বিশ্ববীনা স্কলারশিপ) : https://drive.google.com/file/d/17r5UhOCPPDqxFkp1imsHsrKNRLpTPPkd/view?usp=sharing

Application Form For The Renewal Of Scholarships(বিশ্ববীনা স্কলারশিপ) : https://drive.google.com/file/d/1wMwp_5JZ1cMjkOrzDjiOHdY_vAmBV9DE/view?usp=sharing

আরও পড়ুন : HDFC Scholarship 2023-24 : স্কলারশিপে যেকোনো শ্রেণীর শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে !!! ৭৫ হাজার টাকার বৃত্তি মিলবে!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles