WTL DEO Recruitment 2023 : বাংলা সহায়তা কেন্দ্র এর মত নতুন করে WTL এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে ও মেয়ে।
Notice No. : WTL/P&AR-SSD/ADVT/23-01
WTL deo new recruitment 2023 নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারবেন সমস্ত তথ্য, কিভাবে আবেদন করতে হয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।
Click here for Official Website : https://www.wtl.co.in/index.html
পদের নাম –
- ডাটা এন্ট্রি অপারেটর,
- Senior Software Developer.
Click here for Official Notification : https://drive.google.com/file/d/17IXr6LzzGVkeIpBJzHsqBNk8qQQ7igb3/view?usp=sharing
শিক্ষাগত যোগ্যতা – ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন কমপ্লিট। তার সাথে কম্পিউটারের জ্ঞান অথবা অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা – আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন সীমা – প্রতি মাসে এই পদ গুলিতে বিভিন্ন ভাবে বিভিন্ন বেতন রয়েছে, আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে সঠিকভাবে দেখতে পারবেন।
আবেদন পদ্ধতি – বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে। সমস্ত ডকুমেন্টস পিডিএফ করে ইমেইলে পাঠিয়ে দিতে হবে।নিচে ইমেইল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিন।
আবেদনপত্র পাঠাতে হবে : E-mail ID – career@wtl.co.in
আবেদনের শেষ তারিখ – 31/08/2023
Click here for Current Opening Webel Technology Limited : https://www.wtl.co.in/current-opening.html
প্রয়োজনীয় ডকুমেন্ট :
- Admit Card- in support of date of birth..
- Aadhaar Card, EPIC and PAN Card.
- Testimonials of Educational qualifications.
- Certificate in support of knowledge in Computer Applications (wherever applicable).
- Experience Certificate from the Employer (wherever applicable).
আরও পড়ুন : Indian Navy Recruitment : গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ ভারতীয় নৌসেনায় !!!মাধ্যমিক পাশে করুন আবেদন!!!