Blue Aadhaar Card : কেন্দ্র সরকার জারি করলো নতুন আধার কার্ড ! সেটি কী ? জানুন সুবিধাগুলি !

WhatsApp Group Join Now
Google News Follow

Blue Aadhaar Card : দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি হল আধার (Aadhaar)। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ব্লু আধার চালু করেছে। সাধারণ আধারের সঙ্গে এর তফাত কতটা-সুবিধা কী? জেনে নিন………………………………………………

চলতি সময়ে জীবন ধারণের জন্য বিভিন্ন তথ্য গুলির মধ্যে অন্যতম হলো আধার কার্ড। যা সমস্ত ভারতীয়দের সচিত্র পরিচয়পত্র।এই আধারের প্রয়োজন এখন শুধুমাত্র ভারতীয় নাগরিকত্ব পরিচয়ের মধ্যে আবদ্ধ নেই। আধার কার্ড ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সমস্ত সরকারী পরিষেবা, প্রকল্প পাওয়ার জন্য, রান্নার গ্যাসের জন্য, পেনশনের সুবিধা এমনকী এনআরআইরা যদি দেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলাতে চান তবে সেক্ষেত্রেও আধার কার্ড থাকা এখন আবশ্যিক।

আধার কার্ড ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় নথিগুলির মধ্যে একটি। এতে একাধিক পরিচয় প্রমাণ রয়েছে যার মধ্যে রয়েছে- আঙ্গুলের ছাপের বিবরণ, ঠিকানা, যোগাযোগের বিবরণ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য। আধার কার্ডে একটি অনন্য ১২ সংখ্যার নম্বর রয়েছে, যা আধার বা UID নম্বর নামেও পরিচিত।এই নথিটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি। এটি অনেক প্রশাসনিক পাশাপাশি সরকারি উদ্দেশ্যে প্রয়োজন। একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট,প্যান কার্ড এবং অন্যান্য খোলার সময় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা প্রমাণগুলির মধ্যে একটি।

ব্লু আধার কার্ড : এটি কী এবং কীভাবে আলাদা সাধারণ আধার কার্ড এর থেকে?

ব্লু আধার কার্ডগুলি প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা আসল কার্ডগুলির থেকে কিছুটা আলাদা৷ এই আধার কার্ডগুলিতে, শিশুর আইরিস এবং আঙুলের ছাপ স্ক্যানের প্রয়োজন নেই। সন্তানের আধার কার্ড যাচাই করার জন্য, পিতামাতার একজনকে তাদের আসল আধার কার্ড এবং শিশুদের প্রামাণিক জন্ম শংসাপত্র তৈরি করতে হবে।

এই আধার কার্ডটি কেনো ব্লু আধার কার্ড বলা হয়?

এই আধার কার্ডটি নীল রঙের হয় বলে এটিকে ব্লু আধার কার্ড বলা হয়।

ব্লু আধার কার্ড সম্পর্কিত কিছু তথ্য। 

ব্লু আধার কার্ডের সময়সীমা পাঁচ বছর অব্দি হলেও শিশুর অভিভাবকরা নির্দিষ্ট নিয়মাবলী পালন করে ৫ বছর বয়স পার হয়ে গেলেও শিশুর বৈধ পরিচয়পত্র হিসেবে এটিকে পেশ করতে পারেন প্রয়োজনীয় ক্ষেত্রে। তবে যখনই শিশুর বয়স ৫ বছর অতিক্রান্ত হয়ে যাবে ব্লু কার্ড টিকে আপডেট করতে হবে, নইলে কার্ডটি অচল হয়ে পড়বে আর এই আপগ্রেডশন এর জন্য অতিরিক্ত কোনো চার্জ নেওয়া হবে না।

ব্লু আধার কার্ড তৈরির জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস :-

  • সন্তানের মা বাবার আধার কার্ড।
  • শিশুর বার্থ সার্টিফিকেট।
  • শিশুর ঠিকানার প্রমাণপত্র।
  • যদি শিশুর স্কুল আইডি কিছু থাকে তাহলে সেটির প্রয়োজন পড়বে।

এই ডকুমেন্টস গুলির আসল ও জেরক্স কপি উভয়ই দরকার হয়।

আবেদন প্রক্রিয়া :-

  • প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ যেতে হবে

Click here for Official Website : https://uidai.gov.in/

  • Aadhar Card Registration অপশনটি ক্লিক করতে হবে।
  • এরপরে শিশুর মা বাবার নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, শিশুর ঠিকানা সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
  • তারপর নিকটবর্তী UIDAI সেন্টার খুঁজতে হবে এবং নিজের সুবিধা মতন এপয়েন্টমেন্ট ডেট বুক করে নিতে হবে।
  •  নির্দিষ্ট দিনে সেন্টারে যেতে হবে। সেখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে।
  • শিশুর নাম, মা-বাবার ফোন নাম্বার সহ বায়োমেট্রিক তথ্য দিতে হবে।
  • শিশুর ফটো তোলা হবে।
  • এরপর ফর্মটি জমা করে দিতে হবে।
  • এরপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিশুর ব্লু আধার কার্ড তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন : Aadhaar & PAN Card Link : আধার লিঙ্ক না থাকলে দিতে হচ্ছে ১ হাজার টাকা জরিমানা, আপনার লিঙ্ক করা আছে?

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles