BSF Recruitment 2023 : মাধ্যমিক পাস যোগ্যতায় এক দুর্দান্ত সুযোগ। প্রায় ৬০ হাজার টাকার মাসিক বেতনের চাকরি দিতে চলেছে বিএসএফ (Border Security Force)।
Click here for Official Notification : https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/Constable%20(Tradesman)%20Exam%202023%20in%20Border%20Security%20Force.pdf?rel=2023022601
সম্প্রতি বিএসএফের বিপুল পদে নিয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাত্ বিএসএফ।
Click here for Website : rectt.bsf.gov.in
পদ(Name of the Post): কনস্টেবল (ট্রেডসম্যান)।
শূন্য পদের সংখ্যা(Number of Vacancy): ১২৮৪ টি। ১২৮৪ টি পদের মধ্যে মহিলাদের জন্য রয়েছে ৬৪ টি পদ এবং পুরুষদের জন্য রয়েছে ১২২০ টি পদ।
আবেদনের শেষ তারিখ(Last Date of Application): ২৭শে মার্চ।
বয়সসীমা(Age Limit): ২৭শে মার্চ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছর। SC/ST/OBC ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।
বেতন(Salary): ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া(Recruitment Procedure) : ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। হিন্দি এবং ইংরেজিতে লিখিত পরীক্ষায় পাস করলে পিএসটি বা প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েসি টেস্ট, ট্রেড টেস্ট, ডিএমই বা বিস্তারিত মেডিক্যাল পরীক্ষা এবং ডকুমেন্টেশন দিতে হবে।
আবেদন পদ্ধতি(Recruitment Procedure) : প্রথমে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাবেন। সেখানে দেখবেন কনস্টেবল এক্সাম ২০২৩ ইন বর্ডার সিকিউরিটি ফোর্স বলে একটি অপশন রয়েছে। তার পাশেই রয়েছে ‘অ্যাপ্লাই হেয়ার’। এখানে ক্লিক করলে আপনার সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে অনলাইন ফি জমা করতে হবে।
Click here for Apply Online : https://rectt.bsf.gov.in/registration/basic-details?guid=40916004-a5e2-11ed-909d-0264d54d41fa
আবেদন ফি(Application Fees)।
এই পদের আবেদনের ক্ষেত্রে সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি, আর কমন সার্ভিস সেন্টারে দিতে হবে এই ৪৭.২০ টাকা।
আরও পড়ুন : BSF Tradesman Recruitment 2023 : BSF-এ মাধ্যমিক পাশে বিপুল নিয়োগ! মাইনে ৬৯ হাজার টাকা পর্যন্ত!