FTII Recruitment : FTII – তে চাকরির বিরাট সুযোগ! মাধ্যমিক পাশে আবেদন করুন!

WhatsApp Group Join Now
Google News Follow

FTII Recruitment : ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া গ্রুপ বি এবং সি শূন্যপদে নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। উল্লেখ্য, ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। কিভাবে করবেন আবেদন, কোন শিক্ষাগত যোগ্যতায় রয়েছে কি চাকরির সুযোগ ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Click here for Official Notification : https://ftiirecruitment.in/Home/Advertisement.pdf

Employment No. – 01/2023

  1. পদের নাম(Name of the Post)– Multi Tasking Staff

মোট শূন্যপদ(Number of Vacancy) – ১৫ টি। (GEN – ৯টি, OBC – ৫টি, EWS – ১টি।)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) –  স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট দপ্তরে কাজের ক্ষেত্রে নূন্যতম অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন(Salary) –  ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা।

বয়সসীমা(Age Limit) – প্রার্থীদের বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

2. পদের নাম(Name of the Post) –Technician

মোট শূন্যপদ(Number of Vacancy) – ৫ টি। (GEN – ২টি, SC – ২টি, ST – ১টি।)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) –  স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বেতন(Salary) – ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।

বয়সসীমা(Age Limit) – প্রার্থীদের বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে

3. পদের নাম(Name of the Post) – Stenographer

মোট শূন্যপদ(Number of Vacancy) – ৩ টি। (OBC -১টি, EWS – ২টি।)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে প্রার্থীদের স্টেনোগ্রাফিতে পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন(Salary) – পিএমএল ৪ অনুযায়ী ২৪০০/- টাকা গ্রেড পে সহ ২৫,৫০০/- টাকা।

বয়সসীমা(Age Limit) – প্রার্থীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

Click here for How to apply : https://ftiirecruitment.in/Home/HowtoApplyFTII.pdf

আবেদন পদ্ধতি(Application Procedure) : এই পদগুলিতে চাকরির জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে গৃহীত হবে। প্রার্থীদের অনলাইনে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে (https://ftiirecruitment.in) এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে। প্রদত্ত ইমেইলের মাধ্যমে পরীক্ষার পরবর্তী সমস্ত তথ্য জানানো হবে।

Click here for apply Online : https://ftiirecruitment.in

Click here for 1st Time Registration :  https://ftiirecruitment.in/Candidate/EntryForm.aspx

Click here If Already Registered : https://ftiirecruitment.in/Candidate/ExistingUser.aspx

আরও পড়ুন : ITI Recruitment 2023 : ITI পাশে চাকরির বিরাট সুযোগ ! অনলাইনে আবেদন চলছে !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles