ITI Recruitment 2023 : ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, শ্রীহরিকোটা -র পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্তপূর্ণ তথ্য পেশ করা হল আজকের এই প্রতিবেদনে(ITI Recruitment 2023)।
Click here for Details of application Procedure or Important Instruction : https://apps.shar.gov.in/Recruitment/main.jsp
- পদের নাম(Name of the Post) – Fitter
মোট শূন্যপদ(Number of Vacancy) – ১৭ টি। (UR – ৮টি, OBC – ৬টি, EWS – ৩টি।)
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – NCVT স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে Fitter ট্রেডে সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
বেতন(Salary)– ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
2. পদের নাম(Name of the Post) – Cinematography/ Photography
মোট শূন্যপদ(Number of Vacancy) – ২ টি। (UR – ১টি, ST – ১টি।)
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন সিনেমেটোগ্রাফি/ ফটোগ্রাফি বিষয়ে ডিগ্রী সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন(Monthly Salary) – ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
3. পদের নাম(Name of the Post) – Electrician
মোট শূন্যপদ(Number of Vacancy) – ৬ টি। ((UR – ৩টি, OBC – ২টি, EWS – ১টি।)
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – NCVT স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে Electrician ট্রেডে সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
বেতন(Salary) – ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
4. পদের নাম(Name of the Post) – Mechanical Engineering
মোট শূন্যপদ(Number of Vacancy) – ৫ টি। (UR – ২টি, SC – ১টি, ST – ১টি, EWS – ১টি।)
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল(ITI Recruitment 2023) বিষয়ে ডিগ্রী সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন(Salary)– ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
বয়সসীমা(Age Limit) – বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতApplication Procedure) – চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট apps.shar.gov.in -এ গিয়ে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে।
Click here for Official Website : apps.shar.gov.in
Click here for 1st time Registration : https://apps.shar.gov.in/Recruitment/main.jsp
Click here If Already Regsitered : https://apps.shar.gov.in/Recruitment/advtPost.jsp
আবেদন ফি(Application Fees)– আবেদন করার জন্য প্রার্থীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। সঙ্গে পরীক্ষার ফি হিসেবে ৫০০/- টাকা প্রদান করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা পরীক্ষার ফি পরবর্তীকালে ফেরত পাবেন।
আবেদনের শেষ তারিখ(Last Date Application) – ১৬ মে, ২০২৩
আরও পড়ুন :Yes Bank Recruitment 2023 : ইয়েস ব্যাঙ্কে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে !