Govt Job Recruitment 2022 | কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ। বেতন 32000 টাকা |

Join Our WhatsApp Group For New Update

Govt Job Recruitment 2022 : কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের তরফে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে । এখানে পুরুষ ও মহিলা সকল ধরনের চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন ও চাকরি করতে পারবেন।অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

পদের নাম(Name of the Post) :  কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের তরফে উন্নয়ন সহায়ক পদে নিয়োগ।

কীভাবে আবেদন করবেন(How to Apply)?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের অনলাইন আবেদন (Govt Job Recruitment 2022) এর
    লিংকে ক্লিক করতে হবে।
    Click Here for Online Application
  • যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে অনলাইন রেজিষ্ট্রেশন করে নিতে হবে এখানে।
  • নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
  • আবেদনের ক্ষেত্রে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
  •  যাবতীয় ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে বললে সেগুলি এক এক করে আপলোড করে দিন।
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন(Documents Require for Application):

  • সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • বয়সের প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজের ফটোকপি
  • নিজস্ব সিগনেচার
  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • অন্যান্য

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যুনতম স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে উচ্চ শিক্ষিতরাও আবেদনযোগ্য।

বয়স(Age Limit) : এখানে আবেদন(Govt Job Recruitment 2022) করতে হলে চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছরের মধ্যে। 01/09/2022 তারিখের হিসাব অনুযায়ী বয়স গণনা করা হবে।

মাসিক বেতন(Salary) : বেতন সর্বোচ্চ 32,000/- (Approx. Gross Emoluments) টাকা হতে পারে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া(Recruitment Process):

  1. আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে একটি লিখিত পরীক্ষা(Govt Job Recruitment 2022) তথা অনলাইন টেস্ট এর জন্য।
  2.  এখানে বিভিন্ন বিষয়ের ওপর রাখা হবে প্রশ্ন যার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে।
  3. সেক্ষেত্রে যারা এখানে উত্তীর্ণ হবেন তারা ডাক পাবেন পরবর্তী ধাপে তথা ইন্টারভিউয়ের জন্য।
  4. এখানে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
  5.  সব শেষে প্রার্থীদের প্রাপ্ত সকল নম্বর যোগ করে তার ভিত্তিতে গড়ে তোলা হবে মেরিট লিস্ট তথা মেধা তালিকা যার ওপর নির্ভর করে প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :  অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে এবং অনলাইনে আবেদন চলবে ১০ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।

Click Here for Official Notification

আরও পড়ুন : BSF Head Constable Recruitment 2022: 1312 শূন্যপদে হেড কনস্টেবল পদে নিয়োগ।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles