Health Recruitment 2023 : স্বাস্থ্য দফতরে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

Health Recruitment 2023 : রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য (HEALTH WORKER) কর্মী। স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর (HEALTH &FAMILY WELFARE )। রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে।এক নজরে দেখে  নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে।

বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Recruitment Notice  No: DH&FWS/470   Dated – 22/02/2023

Click here for Official Notification : https://cdn.s3waas.gov.in/s349ae49a23f67c759bf4fc791ba842aa2/uploads/2023/02/2023022398.pdf 

  1. পদের নাম(Name of the Post) – ‘ব্লক এপিডেমিওলজিস্ট’( Block Epidemiologist)।

শূন্য পদ(Number of Vacancy) – ৫ টি।

বয়স সীমা(Age Limit) – ২১ থেকে ৪০ ।

বেতন (Salary) – ৩৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) –  প্রার্থীর M.SC সহ উল্লেখিত বিষয়ে ডিগ্রি থাকতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি Ph.D/ M.Phill অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

2. পদের নাম(Name of the Post) – ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ”( Block  Public Health Manager)

শূন্য পদ(Number of Vacancy) – ৭ টি।

বয়স সীমা(Age Limit) – ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন(Salary) – প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) – প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে অথবা এম এস সি ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ।

3. পদের নাম (Name of the Post) – “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORETORY TECHNICIAN) ।

শূন্য পদ (Number of Vacancy) –  ৭ টি ।

বয়স সীমা (Age Limit) –  ১৯ থেকে  ৪০ বছরের মধ্যে ।

বেতন (Salary) –  প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।

4. পদের নাম (Name of the Post) – ব্লক ডাটা ম্যানেজার ”( Block  Data Manager)।

শূন্য পদ-  ৪ টি ।

বয়স সীমা(Age Limit) –  ২১ থেকে  ৪০ বছরের মধ্যে।

বেতন(Salary) –  প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) – এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি যে কোনও শাখায় স্নাতক এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।

5. পদের নাম (Name of the Post) – ‘মেডিসিন স্পেশালিষ্ট’ (Medicine  Specialist)।

শূন্য পদ(Number of Vacancy)  –   ২ টি ।

বেতন(Salary) –  ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)।

বয়স সীমা(Age Limit) – এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) –  প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে।

6. পদের নাম (Name of the Post) – পেডিয়াট্রিক স্পেশালিষ্ট’ ( Pediatic Specialist )।

শূন্য পদ(Number of Vacancy) –  ২ টি ।

বেতন(Salary) –  ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)।

বয়স সীমা(Age Limit) – আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  হতে হবে ৬২ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।

7. পদের নাম(Name of the Post) – ‘স্পেশালিষ্ট জি অ্যান্ড ও’ (Specialist  G AND O) ।

শূন্য পদ (Number of Vacancy)-  শূন্য পদের সংখ্যা ১ টি ।

বেতন (Salary) – ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা(Age Limit) –  প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।

8. পদের নাম(Name of the Post) – ‘অপথালমোলজিস্ট স্পেশালিস্ট’ (Opthalmologist  Specialist)।

শূন্য পদ (Number of Vacancy) –  এক্ষেত্রে  মোট শূন্য পদের সংখ্যা ২ টি ।

বেতন(Salary) – ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা(Age Limit) – আবেদনকারী প্রার্থীর বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) –  এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।

9. পদের নাম (Name of the Post) – “স্টাফ নার্স” ( STAFF NURSE)

শূন্য পদ(Number of Vacancy) – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি

বেতন(Salary) –  প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

বয়স সীমা(Age Limit)-  প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) – প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

10. পদের নাম(Name of the Post)  – কাউন্সিলর (Counsellor)।

শূন্য পদ(Number of Vacancy) – শূন্য পদের সংখ্যা  ১ টি ।

বেতন(Salary)  –প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

বয়স সীমা(Age Limit) – আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে   ৪০ বছরের  মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)-  আবেদনকারীকে স্নাতক হতে হবে ।  বাংলা/ ইংরাজি/হিন্দি ভাষায় দক্ষ হতে হবে । প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে।

11.পদের নাম(Name of the Post)- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (COMMUNITY HEALTH ASSISTANT)।

শূন্য পদ(Number of Vacancy)- মোট শূন্য পদের সংখ্যা ২ টি ।

বেতন (Salary) – প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

বয়স সীমা(Age Limit)- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০  বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) – প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে।

নির্বাচন(Recruitment Process) : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষা / ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা কড়া নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে ।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) – আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে ।

আবেদন পদ্ধতি(Application Procedure) : আবেদন করতে হবে অফলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhealth.gov.in) অথবা (www.malda.gov.in)   -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে ।

Click here for Official Website : www.wbhealth.gov.in / www.malda.gov.in

তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং সই (Signature)  করে সকল প্রকার ডকুমেন্টস বা নথি পত্র সহযোগে আবেদন পত্রটি খাম বন্দী অবস্থায় নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা(Application Sent to)  – Office of the Chief Medical Officer of Health & Secretary, District Health & Family Welfare Samity , Malda , P.O- Jhalijhalia ,(J.R.C) , Dist- Malda, Pin- 732102

আবেদন ফী (Application Fees) – সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা  আবেদন ফী জমা করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের নামে ।

আরও পড়ুন : BSF Recruitment 2023 : মাধ্যমিক পাশে চাকরি, বিশাল সুযোগ বিএসএফ এ ! কীভাবে আবেদন করবেন?

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles