HS Examination 2023 : উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নির্দেশ দিলো সংসদ !

WhatsApp Group Join Now
Google News Follow

HS Examination 2023 : আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরীক্ষাই সুষ্ঠুভাবে নেওয়ার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

  • সমস্ত স্কুলের প্রধান শিক্ষককে চিঠি দিয়ে জানিয়েছে যে, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার দিনগুলিতে স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীকে ছুটি দেওয়া যাবে না।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1Tix3ZvqwtMA65QjC0GKs3ln6Ja-Nyf1F/view?usp=share_link

  • অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই ছুটি পাওয়া যেতে পারে বলেই জানিয়েছে সংসদ। কিন্তু প্রধান শিক্ষকএবং স্কুল পরিচালন সমিতিকে জেলা স্কুল পরিদর্শকের সাথে আলোচনা করে সমস্ত দিক খতিয়ে দেখে তারপরই ছুটি অনুমোদনের সিদ্ধান্ত নিতে হবে।
  • শিক্ষক এবং শিক্ষা কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ ছাড়াও আরও কয়েকটি বিষয়ে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।  বলা হয়েছে সেখানে যে, যে সমস্ত স্কুলের উচ্চমাধ্যমিকএবংএকাদশ শ্রেণির পরীক্ষা হবে, পরীক্ষার দিনগুলিতে সেই সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখতে হবে।
  • যে সমস্ত স্কুলে কেবলমাত্র একাদশ শ্রেণির পরীক্ষা হবে, পরীক্ষার দিনগুলিতে সেই সমস্ত স্কুলে পঠনপাঠন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে নাকি আংশিকভাবে বন্ধ থাকবে তা সিদ্ধান্ত নেবেন স্কুল কর্তৃপক্ষ।
  • ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষের কিছু বেশিবলেই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
  • “করোনার সময়ে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা ১০০ শতাংশ পাশ করেছিল। তারাই এ বার উচ্চ মাধ্যমিক দিচ্ছে। সঙ্গে অন্য বোর্ডের কিছু পড়ুয়াও রাজ্য বোর্ডে ভর্তি হয়েছে। তাই এত পরীক্ষার্থী।”

উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য কী ব্যবস্থা নিয়েছে সংসদ –

  • প্রশ্ন পত্রের সুরক্ষার জন্য প্রতি মেন ভেনুতে ২ জন কাউন্সিল নমিনি (Council Nominee) এবং সাব ভেনুতে ১ জন কাউন্সিল নমিনি(Council Nominee) থাকবেন।
  • মোবাইল নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের  মেন গেটে পুলিশি নজরদারির থাকবে।
  • ভেনু সুপারভাইজার (Venue Supervisor), সেন্টার ইনচার্জ এবং সেন্টার সে ছাড়া কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না।
  • মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ আটকাতে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় পড়ুয়াদের সতর্ক করে দিতে হবে স্কুলগুলিকে।
  • পরীক্ষা শুরুর পর কোনও শিক্ষক ও শিক্ষাকর্মীর পরীক্ষার হল থেকে বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
  • রাজ্যে প্রায় ২৩৫টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে। এইসব পরীক্ষাকেন্দ্রে Electronics Gadget Checking-এর ব্যবস্থা  থাকবে।
  • পরীক্ষা কেন্দ্রে ২ জন করে ইনভিজিলেটর (Invigilator) থাকবেন।
  • যে বিষয়ে  পরীক্ষা  সেই বিষয়ের শিক্ষক সেদিন সেই কক্ষে ডিউটি করতে পারবে না।
  • ভেনু সুপারভাইজারদে আই ডি কার্ড (ID Card) দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের সার্বিক সুরক্ষার দায়িত্ব তাঁদের।
  • পরীক্ষাকেন্দ্রে যদি  টোকাটুকি, ভাঙচুর, বা বিশৃঙ্খলার অভিযোগ উঠলে সেই স্কুলের ফলাফল স্থগিত রাখা হবে। এবং স্কুলের স্বীকৃতি বাতিলও হতে পারে।
  • ভেন্যু সুপারভাইজার  নিজের দায়িত্বে প্রশ্নপত্র সুরক্ষিত রাখবেন।  প্রশ্নপত্র খোলার সময় একজন কাউন্সিল নমিনি ও পুলিশের  উপস্থিতি বাধ্যতামূলক।
  • সকাল ৮টা থেকে সব ভেনুতে কাউন্সিল নমিনি উপস্থিত থাকবেন। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার কাজ তদারকি করবেন।
  • কক্ষে মোবাইল পাওয়া গেলে ওই  পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।
  • ভেনু সুপারভাইজারদের জন্য Examination Confidential Format দেওয়া হবে। কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটলে ওই ফরম্যাটে তার উল্লেখ করতে হবে।
  • পরীক্ষা শুরুর পর ১ঘন্টা পর্যন্ত কাউকে টয়লেটে  যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।  এবং ১২.৪৫ এর আগে কোনো পরীক্ষার্থী হল থেকে বেরতে পারবে না।
  • প্রতিটি ভেনু সুপারভাইজারের কাছে একটি  Question Distribution Format পাঠানো হয়েছে। তিনি প্রথমে সিল খুলে প্রশ্নপত্র পৃথক খামে আবার সিল করে তা পরীক্ষাকেন্দ্রে পাঠাবে।
  •  ৫টি নির্দিষ্ট কারণের যে কোন একটি কারণ ঘটলে আর এ করার জন্য প্রতিটি ভেনু সুপারভাইজারকে RA Format সহ নির্দেশ দেওয়া হয়েছে। ১) মোবাইল নিয়ে ভেনু তে প্রবেশ, ২) টোকাটুকি বা অসৎ উপায় অবলম্বন করলে, ৩)  শিক্ষক- শিক্ষিকা নিগ্রহ,৪) বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করলে, ৫) উত্তরপত্র ছিঁড়ে ফেলা।
  • ভেনুতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই  ভেনু সুপারভাইজার  দায়ী থাকবেন।
  • প্রশ্নপত্র ও লিখিত উত্তরপত্র আনা নেওয়ার ক্ষেত্রে পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক।

শুধু পরীক্ষার্থী নন, শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এবার মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। একমাত্র পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজার,এবং সেক্রেটারি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন।পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর ঘটনা ঘটলে সেই স্কুলের অনুমোদন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন :WB HS Examination : উচ্চমাধ্যমিক পরীক্ষার পাল্টে যাচ্ছে নিয়ম !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles