ICC Test Championship : অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে হারালে কি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠতে পারবে ভারত?

Join Our WhatsApp Group For New Update

ICC Test Championship : এজবাস্টন টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল ভারতের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট হারের পর তারা এখন তৃতীয় স্থানেই আটকে রইল। ১২টি ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৫৩.৪৭ শতাংশ পয়েন্ট। প্রথম দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে হারালেও টেস্ট      চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না ভারত

২০২৩ সালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(ICC Test Championship)ফাইনাল। সেই                ম্যাচের আগে ভারতের এখনো ছয়টি ম্যাচ বাকি। কিন্তু ছয়টি ম্যাচ জিতলেও যে তাদের ফাইনালে ওঠা            হচ্ছে না! তাকিয়ে থাকতে হবে জটিল সমীকরণের দিকে।

সেই ছয় ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট খেলবে ভারত। আর দুটি বাংলাদেশের বিপক্ষে।          অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঘরের মাঠে হলেও নভেম্বরে বাংলাদেশের মাটিতে হবে বাকি দুই ম্যাচের            টেস্ট সিরিজ। এই ছয়টি ম্যাচ জিতলে ভারতের ৬৮.৯৮ শতাংশ পয়েন্ট হবে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার            সংগ্রহ ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার আছে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট। কিন্তু ম্যাচ সংখ্যাতেও            অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকা (পয়েন্ট পার্সেন্টেজের ভিত্তিতে)

  1. অস্ট্রেলিয়া: ৭৭.৭৮ শতাংশ
  2. দক্ষিণ আফ্রিকা: ৭১.৪৩ শতাংশ
  3. ভারত: ৫৮.৩৩ শতাংশ
  4. পাকিস্তান: ৫২.৩৮ শতাংশ
  5. ওয়েস্ট ইন্ডিজ: ৫০ শতাংশ
  6. শ্রীলঙ্কা: ৪৭.৬২ শতাংশ
  7. ইংল্যান্ড: ২৮.৮৯ শতাংশ
  8. নিউজিল্যান্ড: ২৫.৯৩ শতাংশ
  9. বাংলাদেশ: ৭৭.৭৮ শতাংশ

কি সেই জটিল সমীকরণ যার উপর নির্ভর করে ভারত ফাইনালে উঠতে পারবে ?

অস্ট্রেলিয়ার এখনও ১০টি ম্যাচ বাকি। শ্রীলঙ্কার বিপক্ষে একটি, ভারতের বিপক্ষে চারটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার বাকি ৮টি টেস্ট। তারা তিনটি করে টেস্ট খেলবে ইংল্যান্ড এবং এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাকি ২টি টেস্ট। এমন পরিস্থিতিতে ভারতকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার হারের দিকে। এই দুই দল ম্যাচ হারলে তবেই ফাইনালে(ICC Test Championship) যাওয়ার আশা বেঁচে থাকবে ভারতের।

আরও পড়ুন : জিম্বাবুয়ে! বিশ্বকাপে খেলার যোগ্যতা কি অর্জন করলো।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles