Contents
ট্রেন থেকে নেমে আশ্রয় খোঁজার চিন্তা শেষ । নামমাত্র টাকায় হোটেল দেবে ভারতীয় রেল(Indian Railway)
ভারতীয় রেল কি কি সুবিধা আনতে চলেছে সাধারণ মানুষের জন্য!
Indian Railway : – রেলে যাত্রার সময় যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যর ব্যাপারে ভাবতে একটুও কার্পণ্য করেনা ভারতীয় রেল (Indian Railways)। একের পর এক জনহিতকর কাজ যেন তারই প্রমাণ। কিন্তু এবার রেল যা করতে চলেছে তাতে সুবিধা মিলবে কোটি কোটি ভারতীয়ের।
কলকাতা থেকে দিল্লি সফর করা যাত্রীদের জন্য সুখবর, বড় ঘোষনা করলো ভারতীয় রেল।
দূরে কোনো জায়গায় ভ্রমণ করলে যাত্রাপথেই দুশ্চিন্তা বাড়তে থাকে সেখানে মাথাগোঁজার ঠাঁই নিয়ে। কিন্তু এক্ষেত্রে মুশকিল আসান করেছে ভারতীয় রেল। থাকার জন্য এবার আর হোটেল বুক করার প্রয়োজন পড়বেনা, রেলের তরফে জারি করা হোটেলেই সস্তায় থাকতে পারবেন আপনি এবং আপনার ফ্যামিলি।
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (CSMT) এবার Sleeping POD Hotel চালু করেছে রেল। এর আগে মুম্বাই সেন্ট্রালে এই সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু এবার সেই সুবিধা মিলল ছত্রপতি শিবাজী টার্মিনাসেও। দেশের অন্যতম ব্যস্ত স্টেশন ছত্রপতি শিবাজী টার্মিনাস, আর এখানে রেলের তরফ থেকে দেওয়া এই সুবিধা খুবই সাহায্যপূর্ন হবে যাত্রীদের জন্য।
কি এই Sleeping POD :-
POD হোটেলের মধ্যে বেশ ছোট ছোট ক্যাপসুলের মতো কয়েকটি ঘুমোবার কক্ষ রয়েছে। সাধারন হোটেলের থেকেও অত্যন্ত কম টাকায় মিলবে এই হোটেল। কিন্তু ভাববেন না যে খরচ কম বলে হোটেলের মান খারাপ। আধুনিক ধাঁচে তৈরি এই POD হোটেলে সমস্তরকম সুবিধা উপলব্ধ আছে। আপাতত এই হোটেলের নাম দেওয়া হয়েছে Namah Sleeping Pod।
কি কি সুবিধা আছে সেখানে :-
দ্বিতল বিশিষ্ট এই জায়গাতে সহজেই ঘুমিয়ে পড়তে পারবেন আপনি। সেখানে মোবাইল চার্জিং সুবিধা, ইন্টারকম, ফায়ার অ্যালার্ম, লকার রুম, ডিলাক্স টয়লেট এবং বাথরুমের সুবিধা আছে। আপাতত শিবাজী টার্মিনালে ভারতীয় রেল(Indian Railway) পক্ষ থেকে ৩০ টি সিঙ্গেল পড, ৬টি ডবল পড এবং ৪টি ফ্যমিলি পড শুরু করা হয়েছে।