Librarian Recruitment : পশ্চিমবঙ্গের ন্যাশনাল লাইব্রেরি তে কর্মী নিয়োগ করা হবে এ গ্রুপ সি পদে। যে সমস্ত চাকরিপ্রার্থীর পশ্চিমবঙ্গের লাইব্রেরীতে গ্রুপ সি পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই খবরটি জেনে নেবেন। নিচে চাকরি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে এবং সবশেষে অফিশিয়াল নোটিফিকেশন আছে সেটা ডাউনলোড করে ভালো করে পড়বেন।
Librarian Recruitment :পশ্চিমবঙ্গের লাইব্রেরিয়ান পদে গ্রুপ – সি কর্মী নিয়োগ| আবেদনের সমস্ত খুঁটি নাটি জেনে নেওয়া যাক!
পদের নাম:
পশ্চিমবঙ্গের ন্যাশনাল লাইব্রেরি তে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে গ্রুপ সি পদে।
বয়স:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ15/07/2022।
আবেদন পদ্ধতি:
এখানে চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:
1.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
2. মাধ্যমিকের এডমিট কার্ড
3. বয়সের প্রমাণপত্র
4. আধার কার্ড অথবা ভোটার কার্ড
5.পাসপোর্ট সাইজের ফটোকপি
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
বেতন:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের পে লেবেল 4 অনুযায়ী প্রতি মাসে 31,100/- টাকা থেকে 82,900/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদনপত্র জমা দেওয়ার স্থান:
To,
The District Library Officer, Office of the District Library Officer, Paschim Medinipur,
Zilla Parishad, At- DRDA Building, (2nd floor) Campus, Midnapore -721101.
Librarian Recruitment : যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি আবেদন করতে চান তারা অবশ্যই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে পড়বেন।
Click Here for Official Notice
Click Here for Application Form