LPG Price : দেশের চার মহানগরীতে কমলো রান্নার গ্যাসের দাম ! কত কমল রান্নার গ্যাসের দাম?

WhatsApp Group Join Now
Google News Follow

LPG Price : বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অ-গার্হস্থ্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এগুলি সাধারণত রেস্তোরাঁ, শিল্প এবং হোটেলগুলিতে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের হার এবং মুদ্রা বিনিময় হার ভারতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করে। ভারতে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার 5 কেজি, 19 কেজি এবং 47.5 কেজিতে পাওয়া যায়।

Click here for More Details for LPG Price: https://www.mylpg.in/

সাময়িক স্বস্তির খবর এল নভেম্বর মাসে  সাধারণের জন্য। কমেছে রান্নার গ্যাসের দাম।সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমেছে আরও ১১৫ টাকা।

LPG Cylinder
LPG Cylinder

বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে কমেনি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। পুরনো দামই রাখা হয়েছে এই সিলিন্ডার গুলির।

LPG Cylinder Commercial Purpose
LPG Cylinder Commercial Purpose

৬ জুলাই থেকে সারা দেশে ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

LPG Cylinder
LPG Cylinder

বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পর থেকে চার মহানগরে গ্যাসের দামে পরিবর্তন হয়েছে। দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইতে এই দামে LPG সিলিন্ডার পাওয়া যাচ্ছে।

LPG Price
LPG Price

দিল্লিতে ১১৫.৫ টাকা কমানোর পরে এর দাম ১৮৫৯.৫ টাকার পরিবর্তে ১৭৪৪ টাকায় পাওয়া যাবে। কলকাতায় ১১৩ টাকা কমানোর পরে এটি ১৮৪৬ টাকার পরিবর্তে ১৯৯৫.৫০ টাকায় পাওয়া যাবে।

Commercial Gas Price in Metros

Commercial Gas Price in Metros
Commercial Gas Price in Metros

মুম্বইতে ১১৫.৫ টাকা কেটে নেওয়ার পরে এটি ১৮৪৪ টাকার পরিবর্তে ১৬৯৬ টাকায় পাওয়া যাবে। চেন্নাইতে ১১৬.৫ টাকা কমানোর পরে এর দাম ১৮৯৩ টাকার পরিবর্তে ২০০৯.৫০ টাকায় পাওয়া যাবে।

ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম- (১৪.২ কেজি) দিল্লি – ১০৫৩ টাকা কলকাতা – ১০৭৯ টাকা মুম্বাই – ১০৫২.৫ টাকা চেন্নাই – ১০৬৮.৫ টাকা

দেশের তেল কোম্পানিগুলি প্রতি মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার ও ঘরোয়া সিলিন্ডারের দাম পরিবর্তন করে। গত কয়েক মাস ধরেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে (এলপিজি সিলিন্ডারের দাম কমানো) কোনও পরিবর্তন হয়নি।

তবে ধারাবাহিকভাবে কমানো হচ্ছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এর মাধ্যমে হোটেল, খাবারের দোকানে রান্নার খরচ কমে যাবে। যার ফলে কমতে পারে দোকান বা রেস্তোরাঁর খাবারের দাম।

সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করায় তার প্রভাব পড়েছে দেশের জ্বালানিতে। তবে সেভাবে কমেনি পেট্রল , ডিজেলের দাম। ফলে মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে দেশবাসীর। সেখানে কিছুটা হলেও হোটেল মালিকরা সুবিধা পাবেন।

আরও পড়ুন : LPG Gas : গ্যাস সিলিন্ডার বুকিংয়ে লিমিট বেঁধে দিল কেন্দ্র, সীমা পেরোলেই দিতে হবে ডকুমেন্টস !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles