Medhashree Scholarship : রাজ্য সরকারের নতুন স্কলারশিপ !

WhatsApp Group Join Now
Google News Follow

Medhashree Scholarship : শিক্ষা ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্ষমতায় আসার পর বর্তমান রাজ্য সরকার তরফে বিভিন্ন স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে।

কন্যাশ্রী, ঐক্যশ্রীর মতো শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়েছে। আর এবার রাজ্য সরকারের তরফে নতুন একটি প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা আর্থিক সাহায্য করা হবে।

প্রকল্পটির সমন্ধে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক।

প্রকল্পটির নাম মেধাশ্রী প্রকল্পে (Medhashree Scholarship 2023), অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা আবেদন করতে পারবে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওবিসি পড়ুয়ারা বছরে মেধাশ্রী প্রকল্পের অধীনে আবেদন করলে ৮০০ টাকা করে বৃত্তি পাবে।

কারা আবেদন করতে পারবে ?

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত পড়ুয়ারাই Medhashree Scholarship প্রকল্পের সুবিধা পাবেন।
  • পশ্চিমবঙ্গের কোনো কেন্দ্রীয় বা রাজ্য বোর্ড স্বীকৃত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্রছাত্রী হতে হবে।
  • পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে বার্ষিক।
  • কোনো পড়ুয়া যদি সরকারের অন্য কোনো স্কিম থেকে প্রিম্যাট্রিক বৃত্তি পেয়ে থাকে, তাহলে সেই পড়ুয়া Medhashree Scholarship প্রকল্প আবেদন করতে পারবে না।
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওবিসি পড়ুয়ারাই এই প্রকল্পে আবেদনের যোগ্য।

স্কলারশিপ পাওয়া যাবে কত টাকা ?

বার্ষিক ৮০০ টাকা ভাতা পাওয়া যাবে। যদি কোনো পড়ুয়া একটি ক্লাসে ফেল করে পরবর্তী আরো এক বছর সেই ক্লাসে পড়াশোনা করে, তাহলে সে দ্বিতীয় বছর বৃত্তি পাবে না।

কি কি লাগবে টাকা পেতে ?

কোর ব্যাংকিং সুবিধা সহ (CBS) বৈধ ব্যাংক একাউন্ট থাকতে হবে। চালু মোবাইল নম্বর লাগবে।

ডকুমেন্টস কি কি লাগবে?

মেধাশ্রী প্রকল্পে(Medhashree Scheme) আবেদনের জন্য ডকুমেন্ট (Document) লাগবে পরীক্ষার মার্কশীট, ওবিসি সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, কালার ছবি, ব্যাংক একাউন্ট ।

আবেদন করা যাবে কিভাবে?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।

Click here for Official Website : http://wbmdfcscholarship.org/#

  • এরপর School Level অপশনে ক্লিক করতে হবে।
  • এবার সেখানে নির্দিষ্ট জেলা, সাব ডিভিশন, ব্লক বা পুরসভা এবং নির্দিষ্ট স্কুলের নাম সিলেক্ট করতে হবে।
  • এরপরে ব্যবহারকারীর ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) দিতে হবে। এবার All Application L-ist এ ক্লিক করলে Fresh Application অপশন আসবে। সেখানে ক্লিক করলে একটি ফর্ম আসবে।
  • নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর নাম, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ, বর্ণ, স্টুডেন্ট কোড, ওবিসি সার্টিফিকেট নম্বর, আধার নম্বর, ছবি, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর সহ সম্পূর্ণ বিবরণ লিখতে হবে।
  • ক্যাপচা কোড (Captcha Code) লিখে সাবমিট (Submit) অপশনে ক্লিক করলেই পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।

Track Your Application status: http://wbmdfcscholarship.org/server/choose_server?dect_re=/main/track_appli1

কত পড়ুয়া স্কলারশিপ পাবে?

২ লক্ষ ৬৩ হাজার ওবিসি শ্রেণীভুক্ত পড়ুয়া এই Medhashree Scheme স্কলারশিপ এর সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

Contact Details Under Medhashree Scholarship :

আরও পড়ুন :  Atal Bihari Vajpayee Scholarship 2023 : উচ্চ মাধ্যমিক পাশে প্রতি মাসে ২৫ হাজার টাকা দিচ্ছে সরকার। দুর্দান্ত স্কলারশিপ ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles