New Business Idea – একেবারে ন্যূনতম পুঁজিতে শুরু করা এই ব্যবসা থেকে মাসে আয় করুন 30,000/- হাজার টাকা।

Join Our WhatsApp Group For New Update

Contents

New Business Idea : দেখে নেওয়া যাক কিছু নতুন ব্যবসার পরিকল্পনা বা নতুন ব্যবসার ধারণা :

ছোটবেলা থেকেই ব্যবসা (New Business Idea) করার একটা স্বপ্ন প্রায় অধিকাংশ ব্যক্তির মধ্যেই থাকে। কিন্তু অনেকে ভেবে পান না ঠিক কোন সময় কি নিয়ে শুরু করা যায় ব্যবসা।

তার কারণ একাধিক। কেউ যেমন ব্যবসায়ীর অনিশ্চয়তা ভরা আয় থেকে মুখ ফেরাতে চান, তেমন কেউবা আবার ভয় পান লোকসানের। তাই বেশিরভাগ মানুষই কম পুঁজিতে ফাটাফাটি ব্যবসার খোঁজ করেন।

আপনিও যদি এমন হয়ে থাকেন তবে এই প্রতিবেদন আপনার জন্য। এই ব্যবসাতে (New Business Idea) আপনি খুবই সামান্য অর্থ বিনিয়োগে আজকের দিনে দাঁড়িয়ে আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।

আজকালকার দিনে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ ছাড়া তথ্যপ্রযুক্তি ভিত্তিহীন। তাই আপনি অনায়াসেই এই দিয়েই গড়ে তুলতে পারেন আপনার সাইবার ক্যাফের ব্যবসা

new-business-idea : কি এই সাইবার ক্যাফের ব্যবসা ?

অনেকেই হয়তো জানেন সাইবার ক্যাফে কি। তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটি একটি কম্পিউটার, প্রিন্টার, জেরক্স মেশিন নিয়ে তৈরি একটি দোকান (New Business Idea) যেখানে সাধারণ মানুষ নিত্যদিন বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য ছুটে আসেন। এখানে কম্পিউটার ইন্টারনেট সংযোগে নানা ধরনের অনলাইন কাজকর্ম এবং তার সঙ্গে জেরক্স প্রিন্ট আউট ইত্যাদি করা হয়।

কি কি কাজ করা যায় সাইবার ক্যাফের ব্যবসা তে ?

সাইবার কাফের ব্যবসা খুলতে হলে কম্পিউটার এবং অনলাইন কাজকর্মে বেশ পারদর্শী হতে হবে।এখানে করা হয়:

১)অনলাইনে ফর্মফিলাপ,

২)ট্রেনের টিকিট বুকিং,

৩)কোনো প্রকল্পে বা স্কলারশিপে আবেদন,

৪)ইনকাম সার্টিফিকেট বের করা,

৫)আধার-ভোটার-প্যানকার্ড সংক্রান্ত কাজ,

৬)ফর্ম বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রিন্টিং,

৭)অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলা,

৮) এটিএম কার্ডের জন্য আবেদন ইত্যাদি কাজকর্ম।

যারা অনলাইনে (New Business Idea) এই ধরনের কোন কাজ করতে জানেন না তারা নিশ্চিন্তে ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে নানান ভিডিও দেখে যাবতীয় কাজ শিখে যেতে পারেন।

new-business-idea ব্যবসার জন্য কি কি প্রয়োজন ?

সাইবার ক্যাফের ব্যবসা খুলতে যেগুলি একান্ত ভাবে প্রয়োজনীয় জিনিস গুলি হল:

১) ডেস্কটপ কম্পিউটার,(New Business Idea)

২) প্রিন্টার,

৩) কিছু ভালো রঙিন কালি।

৪) অবশ্যই ভালো ইন্টারনেট সংযোগ ইত্যাদি।

পরবর্তীকালে ব্যবসা ভালো চললে কিছু নতুন মেশিন ব্যবসায় যোগদান করানো যেতে পারে:

১)জেরক্স মেশিন,

২)বাইন্ডিং মেশিন,

৩)ফটো ক্যামেরা,

৪) ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ইত্যাদি।

new-business-idea : সাইবার ক্যাফের ব্যবসা কোথায় বা কিভাবে করলে বেশি লাভবান হবেন?

অফিস, আদালত, স্কুল-কলেজ বা অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ইত্যাদি জনবহুল জায়গায় এই ব্যবসা শুরু করলে প্রথম থেকেই বেশ লাভবান হতে শুরু করবেন। তবে শুধু দোকান (New Business Idea) খুললেই হল না আপনাকে কাজটিও অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যেতে হবে যাতে মানুষ সেই পরিষেবায় সন্তুষ্ট হতে পারেন। তবেই হবেন লাভবান এবং ব্যবসা হবে বড়। এই ব্যবসা শুরু করার জন্য দোকান কিনতে হবে এমন কোন মানে নেই। একটি ঘর ভাড়া নিয়ে শুরু করা যাবে ব্যবসা।

কত টাকা বিনিয়োগ করতে হবে ?

প্রথমদিকে ব্যবসা শুরু করতে মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকার প্রয়োজন। পরে ব্যবসা আরো বড় হলে নিজের ইচ্ছে মত প্রয়োজনীয় জিনিস এবং যন্ত্রপাতি কি নিয়ে আরো নতুন করে সাজানো যেতে পারে। চাইলে প্রথমদিকে ভালো অথচ সেকেন্ড হ্যান্ড কম্পিউটার এবং প্রিন্টার মেশিন কেনা যেতে পারে। তবে সে ক্ষেত্রে অবশ্যই মেশিনগুলি যাচাই করে নেওয়া একান্ত ভাবে প্রয়োজন। এক্ষেত্রে খরচও কিছুটা কমবে। (New Business Idea)

ব্যবসা থেকে আয়ের পরিমাণ।

একটি ভালো জায়গা নির্বাচন করে মন দিয়ে এবং ভালো করে এই ব্যবসা করলে মাসে অন্তত ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। তবে প্রথম প্রথম ব্যবসা শুরু করার পর হঠাৎ হলে একেবারেই চলবে না। ব্যবসায় (New Business Idea) লাভবান এর মূল চাবিকাঠি হল ধৈর্য এবং দক্ষতা।

আরও পড়ুন : ITR Last Date: আপনার ইনকাম কি আয়করের আওতায় নয় ! তা হলে আইটিআর ফাইল করে লাভ কী?

 

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles