New Income Opportunities for Woman : রাজ্যের সমস্ত মেয়েদের ঘরে বসে রোজগারের সুযোগ ! কিভাবে আবেদন করবেন ?

Join Our WhatsApp Group For New Update

New Income Opportunities for Woman : রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলা, আর তাই এবার রাজ্য সরকার বাড়িতে বসে টাকা উপার্জনের সুযোগ করে দিল রাজ্যের মহিলাদের।

সম্প্রতি চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে রাজ্যের সমস্ত মহিলারা ১ হাজার এবং ৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন। যে টাকা দিয়ে সামান্য হলেও সংসারের কাজে লাগানো সম্ভব হচ্ছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নিজের পায়ে দাঁড়ানো এবং মেয়েদের ঘরে বসে রোজগারের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে গ্রামের যে সমস্ত বিবাহিত এবং অবিবাহিত মহিলারা কোনোরকম চাকরি অথবা কোনো কাজের সঙ্গে যুক্ত নন, তারা সকলেই শামিল হতে পারবেন। প্রত্যেককে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি প্রশিক্ষণ চলাকালীন মেয়েরা ঘরে বসে টাকা উপার্জনও করতে পারবে। তাহলে চলুন কিভাবে, কোন দপ্তরে, মহিলারা কত দিনের প্রশিক্ষণ নিতে পারবেন, কিভাবে এখানে আবেদন করতে হবে তা বিষদে জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দপ্তর রেশম খাদি এবং পল্লী শিল্প সমিতির উদ্যোগে রাজ্যের গ্রামীণ বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মহিলারা অম্বর চরকার মাধ্যমে মসলিন সুতো কাটা থেকে শুরু করে বস্ত্র তৈরীর প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন মহিলারা যখন মসলিন সুতো কাটবেন,তখন প্রতিটি মহিলাকে মসলিন সুতো কাটার জন্য লাচ্ছি পিছু ৯ টাকা ৩০ পয়সা করে দেওয়া হবে।

ফলে শুধুমাত্র বিনামূল্যে প্রশিক্ষণ নয়, তার সঙ্গে মেয়েদের ঘরে বসে রোজগারের সুযোগ বা বেশ কিছু টাকাও
আয় করতে পারবেন মহিলারা। প্রশিক্ষণ শেষে রাজ্য সরকারের উদ্যোগে মহিলারা বিভিন্নভাবে কাজ করার
সুযোগ পাবেন। এবং সমস্ত প্রক্রিয়াই গ্রামীন ক্ষুদ্র শিল্পের অধীনে থাকবে। তাই প্রশিক্ষণ নিতে এবং কাজ পেতে এক টাকা ও লাগবে না। এবার জেনে নিন মেয়েদের ঘরে বসে রোজগারের সুযোগ প্রকল্পে আবেদন করার নিয়ম, যোগ্যতা ও কি কি ডকুমেন্টস লাগবে।

প্রশিক্ষণ নেওয়ার যোগ্যতা(Eligibility for training):-

  1. এই প্রশিক্ষণের জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. এই প্রশিক্ষণের জন্য আবেদনকারী মহিলার আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে।
  3. আবেদনকারী মহিলার বেকার হওয়া আবশ্যক।
  4. এছাড়াও আবেদনকারী মহিলার পরিবারের আয় হতে হবে যথেষ্ট কম।

আবেদন করবেন কিভাবে(How to apply):

আপনাকে আপনার স্থানীয় পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে হবে।
আবেদনের জন্য আপনাকে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল
সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ছবি এই সমস্ত নথিপত্রগুলি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর আবেদনকারীদের লিস্ট বাছাই করা হবে। তারপর নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য ডাকা হবে। যার
যার নিজস্ব এলাকায় এই প্রশিক্ষণ দেওয়া হবে। সেই জন্য মহিলারা নিজেদের সংসার সামলে খুব সহজেই এই
কর্মশালায় অংশ নিতে পারবেন।

আবেদনের সময়সীমা(Application deadline):

রেশম খাদি ও পল্লী শিল্প সমিতির উদ্যোগে মেয়েদের ঘরে বসে রোজগারের সুযোগ প্রশিক্ষণ ৭ই নভেম্বর
থেকে শুরু হয়ে গিয়েছে। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। তাই যে সমস্ত মহিলারা এই প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তারা
শীঘ্রই যোগাযোগ করুন। এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন ও কোনও
প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। অথবা নিজস্ব পঞ্চায়েত বা মিউনিসিপালিটিতে যোগাযোগ করুন।

আরও পড়ুন : New Business Idea : Paytm CSP/BC Agent ! আবেদন করুন অনলাইন এ!

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles