Post Office Scheme : ৫ বছরের মধ্যে দ্বিগুন রিটার্ন পাওয়ার জন্য একটি Post Office Scheme নিয়ে এসেছে ভারতীয় ডাক বিভাগ।
আজকে আমরা NSC – National Savings Certificate স্কিম সম্পর্কে আলোচনা করতে চলেছি। পোস্ট অফিসের সকল স্কিম গুলির মধ্যে এই স্কিম অন্যতম।
Click here for Official Notification : https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Savings%20Bank/National%20Savings%20Certificates%20(VIIIth%20Issue)%20Scheme%20%202019%20English.pdf
অল্প সময়ে দ্বিগুন রিটার্ন পাওয়ার সুযোগ !
২০২৩ সালে পোস্ট অফিসের তরফে এমন এক স্কিম নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে ৫ বছরে জমা বিনিয়োগের ওপরে ৭% পর্যন্ত দ্বিগুন রিটার্ন পাওয়া যাচ্ছে।
আবেদনের যোগ্যতা : –
- ভারতীয় যে কোন এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবে।
- যে কেউ এই অ্যাকাউণ্ট খুলতে পারবে সিঙ্গেল বা জয়েন্টে।
- ৩ জন মিলে এই অ্যাকাউণ্ট খুলতে পারবে সর্বচ্চো।
- ১০ বছরের ওপরে সকলে নিজেদের নামে এই অ্যাকাউণ্ট খুলতে পারবে।
- এই স্কিমের অন্তরে ৭% রিটার্ন দেওয়া হচ্ছে। কিন্তু সময় অনুসারে এই সুদের হারে পরিবর্তন সম্ভব।
কতো টাকা জমা করা যায় : –
- ১ হাজার টাকা থেকে আপনি বিনিয়োগ করতে পারবেন।
- ১ হাজার টাকার ওপরে আপনারা যত ইচ্ছে টাকা জমা করতে পারবেন।
- একাধিক অ্যাকাউণ্ট খুলতে পারবে একজন ব্যাক্তি।
- এই স্কিমের রিটার্নের সময় পাওয়া অর্থ আয়কর বিভাগের ৮০ সি আইনের অন্তর্গত, সেই জন্য আয়করে ছাড় পাওয়া যাবে।
স্কিম নিয়ে আরও কিছু তথ্য : –
- আপনারা এই স্কিম ৫ বছরের আগে বন্ধ করতে পারবেন না।
- সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউণ্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায়, তাহলে এই অ্যাকাউণ্ট বন্ধ করে দেওয়া হবে।এই কারণ ছাড়া কোনোভাবেই ৫ বছরের আগে অ্যাকাউণ্ট বন্ধ করা যাবে না।
স্কিমে কতো টাকা রিটার্ন পাওয়া যাবে : –
- ১ লা জানুয়ারি ২০২৩ এর কেন্দ্রীয় সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বর্তমানে ৭% সুদ দেওয়া হচ্ছে।
- ১ লক্ষ টাকা জমা করলে ৫ বছর পর ১,৪০,২৫৫ টাকা রিটার্ন পাওয়া যাবে।
- যত বেশি টাকা জমা করবেন ততো বেশি রিটার্ন পাবেন।
- নিকটবর্তী যে কোন পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউণ্ট খুলতে পারবেন।
Click here for More Details related to this Scheme : www.indiapost.gov.in
আরও পড়ুন :Post Office Scheme : পোস্ট অফিসের নতুন স্কীমে 5 বছরে টাকা ডবল, শেষ সুযোগ এই মাসেই।