Railway Recruitment 2023 : সাউথ সেন্ট্রাল রেলওয়ের জন্য জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
Click here for Official Notification : https://scr.indianrailways.gov.in/uploads/files/1685961214725-JTA_Notifn2023.pdf
আবেদনের তারিখ(Application Date) :
- বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০.০৬.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
- অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
Click here for Official Website : https://scr.indianrailways.gov.in/
-: নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য :-
সংস্থা: | ইন্ডিয়ান রেলওয়ে |
পদের নাম: | জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট |
শূন্যপদের সংখ্যা: | ৩৫ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের তারিখ: | ৩০.০৬.২০২৩ |
শূন্যপদের সংখ্যা(Number of Vacancy) : বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি(Application Procedure) : আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Secretary to the Principal Chief Personnel Officer & Sr. Personnel Officer (Engineering), Office of the Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin-500025’।


Click here for Application format or Details for Application : https://drive.google.com/file/d/1ZUb4D5iwMcR9DWhDpKyhhQ-1PctStqB7/view?usp=sharing
আবেদনের যোগ্যতা(Eligibility of Application): জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ওয়ার্কস) (কনস্ট্যান্ট/ওএল)– সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইলেকট্রিক্যাল) (ড্রয়িং) (কনস্ট্যান্ট/ওএল)– মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা বা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও সাব স্ট্রিমে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট এসএন্ডটি (ড্রয়িং) (কনস্ট্যান্ট/ওএল)-ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বা এর সাব স্ট্রিমে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা(Age Limit) : জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর এবং এসটি বা এসসি প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৮ বছর।
আবেদন ফি(Application Fees) : এসসি/ এসটি/ ওবিসি/ মহিলা/ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী/ ইডব্লুএস প্রার্থীদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা।
নির্বাচন পদ্ধতি(Selection Procedure):
- কোয়ালিফিকেশন টেস্ট- ৫৫ নম্বর।
- ইন্টেলিজেন্স- ১৫ নম্বর।
- পার্সোনালিটি টেস্ট- ৩০ নম্বর।
আরও পড়ুন : Indian Army Recruitment 2023 : ভারতীয় সেনায় চাকরি, মাসিক বেতন ৫৬ হাজার !