Ration card Aadhaar card link : রেশন কার্ডের সাথে আধার নম্বর কি লিংক করেছেন ?

WhatsApp Group Join Now
Google News Follow

Ration card Aadhaar card link :

রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করা কি বাধ্যতামূলক?

রেশন কার্ডের সাথে আধার নম্বর লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ড নম্বর লিংক না করান তাহলে আপনার কার্ডটি Deactivate হয়ে যাবে। ফলে সেই রেশন কার্ড দিয়ে খাদ্যসামগ্রী তুলতে পারবেন না।

আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন  অনলাইনে কিভাবে?

  1. পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ যান।
  2. Special Services(Ration card Aadhaar card link) এর মধ্যে LINK ADHAAR WITH RATION CARD লেখা বক্সটিতে ক্লিক করুন।

    LINK AADHAAR WITH RATION CARD
    LINK AADHAAR WITH RATION CARD
  3. আপনার কাছে দুটো আধার নম্বর সংযোগের লিংক আসবে। (a) Link Aadhaar with active cards[যদি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ (Active) থাকে তাহলে এই লেখার নীচের তথ্যগুলো পূরণ করবেন] (b) Link Aadhaar with Deactivated / Newly approved cards [যদি আপনার রেশন কার্ডটি Deactive থাকে বা সদ্য কারোর রেশন কার্ড বানালেন তাহলে এই লিংকটিতে ক্লিক করবেন]

    LINK AADHAAR WITH RATION CARD
    LINK AADHAAR WITH RATION CARD
  4. আপনার যেই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে যেমন – GEN, RKSY I, RKSY II, AAY, PHH, SPHH এদের মধ্যে একটি সিলেক্ট করুন এবং Enter Ration Card No. তে আপনি নিজের রেশন কার্ডের নম্বরটিটি লিখুন।
  5. তারপরে Search এ ক্লিক করুন।
  6. নীচে আপনার নাম, রেশন কার্ড নম্বর ইত্যাদি দেখাবে।
  7. নীচে Link Adhaar and Mobile Number এবং Update Only Mobile Number দুটি অপশন থাকবে।আপনি যদি নিজের রেশন কার্ডের সাথে আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দুটিই লিংক করাতে চান তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন। যদি আপনি শুধু নিজের মোবাইল নম্বর আপডেট করাতে চান তাহলে দ্বিতীয় অপশনে ক্লিক করবেন।
  8. আধার নম্বর লিংকের অপশনে ক্লিক করলে নিজের আধার নম্বরটি লিখে Send OTP তে ক্লিক করবেন।
  9. তাহলে আপনার আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি লিখে Sumbit করবেন।
  10. তারপরে যদি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না থাকে তাহলে আবার আপনাকে নিজের মোবাইল নম্বর লিংক করার অপশন দেখাবে। সেখানে নিজের মোবাইল নম্বর ও সেই নম্বরে পাঠানো OTP দিয়ে Submit এ ক্লিক করলেই আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ হবে।

কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক হয়ে গেছে ?

  1. wb.gov.in ওয়েবসাইটে যান এবং বাঁদিকের Ration Card অপশনে ক্লিক করুন।
  2. Check Aadhaar linking Status of your Ration Card এই লিংকটিতে ক্লিক করবেন।

    CHECK AADHAR LINKING STATUS OF YOUR RATION CARD
    CHECK AADHAR LINKING STATUS OF YOUR RATION CARD
  3. নিজের রেশন কার্ড নম্বর লিখে ও রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করে Check Status এ ক্লিক করবেন।আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড নম্বর লিঙ্কিং করার প্রক্রিয়ার স্ট্যাটাস দেখতে পাবেন।

আরও পড়ুন : Aadhaar Card Online – এখনো আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি করেননি ? পড়তে হবে মহাবিপদে তাড়াতাড়ি করে নিন না করলে।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles