Contents
Ration Card Update : রেশন কার্ড সংক্রান্ত অনেক নিত্যনতুন নিয়ম এসেছে। কিন্তু বারবার বলা সত্ত্বেও অনেকেই সেইসব নিয়ম পালন করেননি। তাদেরই রেশন কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালু করা হয়েছে।এর ফলে রাজ্যে সক্রিয় রেশন কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি ৩২ লক্ষের মতো কমেছে। যেখানে গতবছর ২০২১ সালের জুলাই মাসে রাজ্যে রেশন গ্রাহকের সংখ্যা ছিলো প্রায় ১০ কোটি ৪৫ লক্ষের মতো, সেখানে বর্তমানে গত শনিবার ১৩ ই আগস্ট -এর হিসেবে রাজ্যের মোট রেশন গ্রাহকের সংখ্যা প্রায় ৯ কোটি ১৩ লক্ষ। এরকমই একটি পরিসংখ্যান খাদ্য দপ্তরের সূত্রে প্রকাশ্যে এসেছে (Ration Card Update)।
খাদ্য দফতরের তরফে উল্লেখিত সিদ্ধান্ত।
রেশন বন্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকারের তরফ থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলো মৃত ব্যক্তিদের রেশন কার্ড শনাক্ত করা এবার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এইসব মৃত ব্যক্তিদের রেশন কার্ড শনাক্ত করা সম্ভব হয়েছে। ফলে রেশনের পিছনে ব্যয় করার জন্য বরাদ্দ বাজেটের ক্ষেত্রেও সরকারের কিছুটা সাশ্রয় হয়েছে।
রেশনের সাথে আধার সংযুক্তিকরণ।
রেশনের সাথে আধার সংযুক্তিকরণ না করাও রেশন কার্ড নিষ্ক্রিয় করার অন্যতম বড়ো কারণ। পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের তাদের রেশন কার্ডের সাথে আধার নম্বর লিংক করানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বহুবার বলা সত্ত্বেও অনেকেই নিজেদের বা তার পরিবারের সদস্যদের রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্তিকরণ করেননি। সেইজন্যই তাদের রেশন কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
আপনার রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে কিনা কী করে বুঝবেন?
- পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in – এ যাবেন।
- RATION CARD -অপশনে ক্লিক করে Download your e Ration Card -এই লিংকে ক্লিক করবেন।
- স্ক্রল করে Click to download e-Ration Card -এই লিংকে ক্লিক করবেন।
- তারপরে নিজের রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ড ক্যাটাগরি লিখে Download অপশনে ক্লিক করবেন।
- তাহলে আপনার ডিভাইসে e-Ration Card ডাউনলোড হয়ে যাবে।
- যদি সেই ই-রেশন কার্ডের নীচের দিকে Card Status -এ লাল রঙের কালিতে ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে।
রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে কি বাতিল হয়ে যাওয়া ।
নিষ্ক্রিয় করার মানেই রেশন কার্ড পুরোপুরি বাতিল করা নয় একথাও বলেছে খাদ্য দপ্তর। আপনি চাইলে একই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বাড়িতে বসেই নিজের রেশন কার্ডের(Ration Card Update) সাথে আধার নম্বর লিংক করিয়ে নিতে পারেন। তাহলে পুনরায় আপনার রেশন কার্ড সক্রিয় হয়ে যাবে।
আরও পড়ুন: Ration card Aadhaar card link : রেশন কার্ডের সাথে আধার নম্বর কি লিংক করেছেন ?