Reliance Jio Recruitment : মাধ্যমিক পাশে Reliance Jio কোম্পানিতে কর্মী নিয়োগ |

WhatsApp Group Join Now
Google News Follow

Reliance Jio Recruitment : রিলায়েন্স Jio কোম্পানির তরফ থেকে কোম্পানির বিভিন্ন রকম কাজ করার জন্য কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

Click here for Official Website : https://rcareers.ril.com/sap/bc/bsp/sap/zerec_home_page/home_page.do

নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদ গুলির নাম(Name of Employing Organization and vacancies):-

Reliance industries Ltd এর সহযোগী প্রতিষ্ঠান Reliance retail কোম্পানিতে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • Executive
  • Customer Service Associate
  • Senior Sales Executive
  • Sales Officer
  • Sales man
  • Accountant
  • Wearhouse Site Keeper
  • Store Manager
  • Cashier
  • Customer Service Officer

শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা(Educational Qualification, Age Limit):-

যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে Good Communication Skill থাকতে হবে।

এই প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। তবে যেহেতু এটি একটি ভারত সরকার অনুমোদিত কোম্পানি সেহেতু সরকারি নিয়মানুযায়ী SC, ST রাত ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতন(Salary):- প্রতি মাসে ১৮০০০-৩৫০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি(How to Recruit):-

আবেদন যেভাবে করতে হবে তা হল-

১) প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটারটি অন করে তার থেকে browser open করতে হবে।

২) এরপর browser এর Search box এ Reliance কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট rcareers.ril.com লিখে enter করতে হবে।

৩) এরপর এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Open হলে সেখানে Reliance retail recruitment 2022 বলে একটি option আসবে সেখানে ক্লিক করুন।

Click here for 1st Time Registration : https://rcareers.ril.com/sap/bc/ui5_ui5/sap/ZREG_ERECAPP/index.html?sap-ui-language=EN&sap-ui-appcache=false&sap-theme=ZEREC_BASE@/sap/public/bc/themes/~client-449&sap-client=449

৪) এরপর একটি নতুন window open হবে সেখানে Apply now Option এ ক্লিক করতে হবে ‌‌।

৫) এরপর সেখানে আরেকটি নতুন window open হবে সেখানে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৬) রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

Click here If Already Registered : https://rcareers.ril.com/sap/bc/bsp/sap/zerec_home_page/home_page.do#

৭) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে অথবা যদি আগে থেকেই আপনার মোবাইল বা ল্যাপটপে ফটো Save করা থাকে সেটি স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় আগে থেকে একটি কাগজে করে রাখা সিগনেচারের ছবি তুলে  স্ক্যান করে আপলোড করে দিন।

৮) এরপর আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।

৯) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিন। কারন ইন্টারভিউ এর সময় এটি কাজে লাগতে পারে।

প্রয়োজনীয় ডকুমেন্টস(Required Documents):-

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট জেরক্স স্ক্যান করা।
  • স্থায়ী নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
  • মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি সহ অন্যান্য সব শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
  • এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

প্রার্থী বাছাই পদ্ধতি(How to Recruit) :- আবেদনকারীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্ট আপনারা এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে একটি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদের চাকরিতে নিয়োগ করে দেওয়া হবে।

আবেদন করার শেষ তারিখ(Last date of application) :- আবেদন পত্র জমা নেওয়া গত ২৬/১০/২০২২ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে অর্থাৎ ২৮/১১/২০২২ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন :  Reliance Jio 5G : কলকাতায় জিও ৫জি-র(5G) স্পিড কত ?

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles